ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। বিআইডব্লিউটিএর গণসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিআইডব্লিউটিএর পরিচালক (ক্রয় ও সংরক্ষণ বিভাগ) রফিকুল ইসলামকে। সদস্য করা হয়েছে নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো. কবীর হোসেনকে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিআইডব্লিউটিএর পরিচালক (ক্রয় ও সংরক্ষণ বিভাগ) রফিকুল ইসলামকে। সদস্য করা হয়েছে নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো. কবীর হোসেনকে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে লঞ্চের রশি ছিঁড়ে দুর্ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এমভি ফারহান-৬ ও এমভি তাসরিফ-৪ এর রুট পারমিট তাৎক্ষণিকভাবে বাতিল করে।
এ দুর্ঘটনায় মা ও শিশুসহ পাঁচজন নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
নিহত পাঁচজনের মধ্যে তিনজন একই পরিবারের। তাদের মধ্যে এক দম্পতি ও তাদের চার বছরের একমাত্র সন্তান রয়েছে। তারা হলেন, মো. বেলাল (৩০), তার স্ত্রী মুক্তা (২৪) এবং তাদের চার বছর বয়সী মেয়ে মাইশা। নিহত অপর দুজন হলেন, ঠাকুরগাঁওয়ের তরুণ রবিউল (১৯) এবং পটুয়াখালীর রিপন হাওলাদার (৩৮)।
বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ১১ নং পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার ফাইটার আনিসুর রহমান জানান, সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
Inhibits the kinase activities of various subtypes of vascular endothelial growth factor VEGF receptors priligy seratonin
However, the mean age for a myocardial infarction MI is 75 years with the mean age for TIA and stroke is 65 years priligy and cialis together com Jane was diagnosed with cervical cancer at the age of 30, in 1994
Yanyali AC, Freund KB, Sorenson JA, Slakter JS, Wheatley HM priligy sg Nineteen proteins on the Yersinia bacteria can look similar to proteins on the thyroid gland, 4 cross react with the TSH receptor, 2 with thyroglobulin, 2 with thyroid peroxidase TPO, and 11 with the sodium iodine symporter
priligy united states Hum Reprod Update 2021 27 3 474 85
Concurrent treatment with other investigational agents order cheap cytotec price 20 An alternative to OCs for the protection of the endometrium is cyclic administration of a progestin, such as medroxyprogesterone acetate Provera 5 to 10 mg PO every day for 5 to 10 days or micronized progesterone Prometrium 400 mg PO daily for 10 days to promote withdrawal bleeding
Some toxic effects observed in patients administered axitinib hypertension, thrombotic events, hemorrhage, and GI perforation 94 where to buy generic cytotec no prescription