দৈনিক ঢাকা নিউজ।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আগামী দুইদিনের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর সুলতানুল জানান, রোববার (১২ মার্চ) ও সোমবার (১৩ মার্চ) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরবর্তী ঘোষণা দেয়া হবে।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায় বিনোদপুর গেটে বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাস কন্ডাক্টর ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোঁড়াছুড়ি হয়। এই ঘটনায় দু’পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান জানান, ছাত্রদের নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও ফাকা ফায়ার করে। পরে প্রায় ৫০ মিনিটের চেষ্টায় নিরাপত্তা বাহিনী ছাত্রদের ক্যাম্পাসের ভিতরে ঢুকতে বাধ্য করে।
ছাত্ররা আবারও ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছে। পুলিশ বিনোদবাজারে এবং স্থানীয়রা কিছুটা দূরে অবস্থান করছে। পুলিশের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশের সিআরটি ইউনিট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের জল কামানের গাড়িসহ ফায়ার সার্ভিসের কর্মীদের রাখা হয়েছে।