নোয়াখালী হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় রকি নামে একজন নিহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার লক্ষ্মীদিয়া বড়পোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রকি উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের রেহানিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, উপজেলা সদর ওছখালী থেকে বাড়িতে যাচ্ছিল রকি। তিনি বড় পোল বাজার এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত অটোরিকশা রকিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন রকি। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নিতে বলেন। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।