রোটারি ও আমি–কুমিল্লা মেডিক্যাল কলেজ এ পড়াশোনাকালিন সময়ে সন্ধানী ও রোটারেক্ট ক্লাব অফ কুমিল্লা মেডিক্যাল কলেজ এর সদস্য ছিলাম। পাশ করেই Join করলাম চাকুরিতে।চাকরি মানেই যে চাকর সেটা বুঝতে পারিনি শুরুর দিকে। দুই বছর চাকরি করেই চোখের উপর POST graduate Degree – DCO(Eye) করতে চলে গেলাম।CEITC তে।সেখানে এতো বেশি কড়াকড়ি যে মনে হচ্ছিলো জেলখানার কয়েদি।আল্লাহ তা আলার অশেষ রহমতে দুই বছরেই পিজিটি ও DCO course পাশ করে চলে এলাম BICO and EYE hospital, Cumilla তে।M.S in course থাকা অবস্থায় বিশেষ সমস্যার কারনে Course drop Out হয়ে গেলাম। আগে BCS – Viva পরীক্ষা দিতে গিয়ে দিতে পারিনি।দুটো না পাওয়া মনের গভীরে বিরাট একটা অতৃপ্তি কাজ করছিলো।
এগুলোর মাঝেই বিয়ে ও সন্তান। আল্লাহ তা আলা যাকে ভালোবাসেন তাকে নাকি কন্যা সন্তান দান করেন,, সত্যি কিনা জানিনা।? মনের অজান্তেই যে গোপন কষ্ট ছিলো আমার বউ এর বিসিএস ও M.S in course in ORTHODONTIA এর মধ্যে পূরন করে দেন আললাহ্ তা আলা। কোটি কোটি শুকরিয়া আললাহ্ তা আলার কাছে। কেউ অল্প কিছু বন্ধু মহলে নিজেকে সীমিত রাখে।কেউ বা হাজারে,কেউ বা লাখে, কেউ বা কোটিতে।২০১৭ তে বিরাট একটা চ্যালেন্জ নিয়ে অদম্য ৯০ মানে কুমিল্লা জিলা সকুল ৯০ এর বন্ধুদের নিয়ে একটা বিরাট মহামিলন মেলার আয়োজন করতে পারি সবার সহযোগিতায়।সেই থেকে আজ অবধি চলছে অদম্য -৯০ এর পথ চলা।১০০ বন্ধুর Closed group Facebook এ, What’s app এ। ধীরে ধীরে সারা কুমিল্লা ৯০ এস,এস,সি Closed group এর পথ চলা ।
২০১৭ তে অদম্য -৯০ করতে গিয়ে মশিউর, আলমগির,মোছলেম,মাহবুব ABBL,রব মামা,রাসেল শিকদার,মাহবুব খান সহ ১০০ জনকে আবারো নতুন করে বন্ধু হিসাবে আবিষ্কার করি।সত্যিই ফেইসবুক এর অবদান অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। মশিউর এর মাধ্যমে রোটারি ক্লাব অফ কুমিল্লা সানসেট এ ঢুকা এক সময়ে নাম বদল করে রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ার এ ঢুকা।তারপর করোনার ভয়াবহতা শেষে আজকের এই আমি রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ার এর PRESIDENT হওয়া। ২০-২৫ জন সদস্যের ক্লাব।
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সাথে মিলবো কোন শর্তে??? রোটারি তে সবাই PRESIDENT হবার সুযোগ থাকে।PRESIDENT ২০ জনেরই হোক আর ২০ কোটিরই হোক না কেনো??? সম্মান কিন্তু কাছাকাছি!! হজ্জ পালনের উদ্দেশ্য মক্কা শরিফ ও মদিনা শরীফে কিছুদিন থাকবো বিধায় PRESENT COLLAR HANDOVER programme জুলাই এর First week এ না করে ১৭ ই জুন -২০২৩ এ করতে হচ্ছে ।।।
কাউকে মনের অজান্তেই কষ্ট দিয়ে থাকলে মাফ চাই। কষ্ট দেওয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত ও যদিও বা মনের অজান্তেই। সবার কাছে আন্তরিক ভাবে অনুরোধ আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও করবো।আমার মামাতো, ফুফাতো,খালাতো, চাচাতো ভাই ও বোন সহ সকল মুরুব্বি দের দোয়া বিশেষ ভাবে কাম্য ফুফু,খালা, মামা,চাচা যাঁরা জীবিত সবার কাছে দোয়া চাই। আর রোটারি তে প্রেসিডেন্ট হিসেবে আগামী বছর কতোটা দিতে পারবো জানিনা তবে সর্বোচ্চ চেষ্টা করবো ভালো করার জন্য।
সবাই মিলেমিশে ভালো থাকার চেষ্টা করবো। R.I -3282 এর সবার কাছে দোয়া চাই।রোটারি ক্লাব অফ কুমিল্লার PDG,IPDG সহ অনেক সিনিয়র District leader ছিলো। নতুন PRESIDENT, RTR,DR A.KM.KAMRUL AHSAN (TANIM) বলেন Rotary club of comilla sunflower এর সবাই PRESIDENT শুধু সময়ের অপেক্ষা। সবাই মিলে একটা নতুন আরো বেশি গতিশীল রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ার সহ নতুন রোটারি ক্লাব অফ কুমিল্লা যেখান থেকে নতুন ডিজি সহ অনেক বেশি গতিশীল কুমিল্লা রোটারি হবে এই আশায় আছি ইনশাআল্লাহ। সেই সাথে হজ্জ পালন করে সুস্থ শরীরে বাংলাদেশ এ ফিরে আসতে যেনো পারি সবার কাছে আন্তরিক ভাবে দোয়া কাম্য।