ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হন এক নারী। তাঁর সঙ্গে ছিল দেড় বছর বয়সী এক শিশু। স্থানীয় মানুষেরা বিষয়টি টের পেয়ে জরুরি নম্বর ৯৯৯-এ কল দেন। পুলিশ তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ওই নারীর মৃত্যু হয়। কিন্তু তখনো জানা যায়নি তাঁর পরিচয়। এদিকে মায়ের কাছে যাবে বলে কেঁদেই চলে শিশুটি, তার কপালেও আঘাত। স্ট্রেচারে পড়ে থাকা মায়ের নিথর দেহের ওপর শুয়ে কাঁদছিল সে। আহত শিশুটিকে সেখান থেকে সরিয়ে হাসপাতালের ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয় আর মায়ের লাশ রাখা হয় হিমাগারে।

হৃদয়বিদারক এ ঘটনা মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে ছড়িয়ে পড়ে। সেটা দেখে রোববার দুপুরে হাসপাতালে ছুটে আসেন ওই নারীর স্বজনেরা। স্বজনদের দেখেও কান্না থামছে না শিশুটির। তার দুই চোখ খুঁজে চলছে মাকে।

শিশুটির নাম মেহেদি হাসান। তার মায়ের নাম জায়েদা (৩২)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কুশিউড়া গ্রামের বাসিন্দা মো. রমিজ উদ্দিনের মেয়ে। রোববার দুপুরে নিহত জায়েদার বড় ভাই মো. রবিন মিয়া খবর পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। রবিন মিয়া বলেন, ‘ফেসবুকে দেখে জানতে পেরে আমি ময়মনসিংহ মেডিকেলে এসেছি এবং পুলিশের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছি। আমার বোন ভালুকায় চাকরি করত। বোন শুধু ঈদে বাড়ি যেত। প্রতি সপ্তাহে তার সঙ্গে যোগাযোগ হতো। বোন হারিয়ে গেছে। বোনের সন্তানকে নিজের কাছে রেখে বড় করতে চাই।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে জায়েদা রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন। জায়েদা ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের মাধ্যমে হতাহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে সরকারি অ্যাম্বুলেন্সে করে তাঁদের ময়মনসিংহে পাঠানো হয়।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত আটটার দিকে ওই নারী মারা যান। আর শিশুটি হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটিকে ওয়ার্ডের অন্য রোগীর স্বজনেরা দেখভাল করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস রোববার বলেন, শিশুর স্বজনের পরিচয় শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে হস্তান্তর করা হবে না। এ ব্যাপারে পুলিশ কাজ করছে। এ ছাড়া শিশুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বর্তমানে সে শঙ্কামুক্ত। আর ময়নাতদন্ত শেষে জায়েদার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20
332 thoughts on “স্ট্রেচারে পড়ে ছিল মায়ের নিথর দেহ, বুকের ওপর শুয়ে কাঁদছিল দেড় বছরের শিশুটি”
  1. hello there and thank you for your info – I’ve
    certainly picked up something new from right here. I did however expertise a few technical issues using this website, since I
    experienced to reload the website lots of times previous to I could get it to load correctly.
    I had been wondering if your web host is OK? Not that I’m complaining,
    but sluggish loading instances times will sometimes affect your placement in google and could damage your high-quality score if ads and marketing
    with Adwords. Well I am adding this RSS to my e-mail and could look out for a lot
    more of your respective exciting content. Ensure that you update this again very soon..
    Najlepsze escape roomy

  2. I was pretty pleased to discover this website. I want to to thank you for ones time just for this fantastic read!! I definitely savored every part of it and I have you saved as a favorite to see new information on your blog.

  3. Can I simply say what a comfort to find someone that truly knows what they’re discussing on the web. You actually realize how to bring a problem to light and make it important. A lot more people really need to read this and understand this side of your story. I was surprised you’re not more popular since you most certainly possess the gift.

  4. Nice post. I learn something new and challenging on sites I stumbleupon everyday. It’s always useful to read content from other authors and practice a little something from other websites.

  5. After I initially commented I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and from now on each time a comment is added I recieve 4 emails with the exact same comment. There has to be an easy method you can remove me from that service? Appreciate it.

  6. Having read this I believed it was really enlightening. I appreciate you finding the time and effort to put this content together. I once again find myself spending a lot of time both reading and leaving comments. But so what, it was still worth it!

  7. Next time I read a blog, Hopefully it doesn’t fail me just as much as this one. After all, Yes, it was my choice to read, but I genuinely believed you would probably have something helpful to talk about. All I hear is a bunch of complaining about something that you could fix if you weren’t too busy seeking attention.

  8. I seriously love your blog.. Great colors & theme. Did you build this web site yourself? Please reply back as I’m planning to create my very own site and would like to find out where you got this from or exactly what the theme is called. Thanks.

  9. Excellent web site you have got here.. It’s difficult to find excellent writing like yours these days. I truly appreciate people like you! Take care!!

  10. Hi, I do think this is an excellent website. I stumbledupon it 😉 I am going to return yet again since I book-marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to help other people.

  11. I blog often and I really thank you for your content. The article has truly peaked my interest. I’m going to take a note of your blog and keep checking for new information about once a week. I opted in for your Feed as well.

  12. I really love your website.. Very nice colors & theme. Did you make this web site yourself? Please reply back as I’m attempting to create my own personal blog and would love to know where you got this from or what the theme is called. Thank you!

  13. Hello there! I could have sworn I’ve visited this website before but after going through many of the articles I realized it’s new to me. Regardless, I’m definitely delighted I came across it and I’ll be book-marking it and checking back often!

  14. Hi, I do think this is an excellent web site. I stumbledupon it 😉 I may return yet again since i have bookmarked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to help other people.

  15. A fascinating discussion is definitely worth comment. There’s no doubt that that you should publish more on this issue, it may not be a taboo subject but usually people do not discuss such subjects. To the next! Kind regards!

  16. Hello there! This post could not be written any better! Going through this post reminds me of my previous roommate! He constantly kept talking about this. I’ll forward this information to him. Fairly certain he will have a very good read. Thanks for sharing!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)

Facebook20
YouTube20
Instagram20
20