আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন, দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তার ক্ষমতায় ফেরা ঠেকাতে চাইছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার সঙ্গে আমার কোনও বিরোধ নেই। কিন্তু মনে হচ্ছে আমাকে নিয়ে তার সমস্যা রয়েছে। রবিবার সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান বলেছেন, সেনাপ্রধানকে শত্রুভাবাপন্ন করে তোলার মতো কিছু করিনি আমি। কিন্তু হয়তো আমার বিরুদ্ধে তার এমন কিছু রয়েছে যা আমি জানি না।
ক্রিকেটার থেকে রাজনীতিকে পরিণত হওয়া সাবেক প্রধানমন্ত্রী এর আগে অভিযোগ করেছেন, শাহবাজ শরিফের ক্ষমতাসীন সরকার প্রভাবশালী সেনাবাহিনীর পুতুল।
৭০ বছর বয়সী এই নেতা দাবি করেছেন, তার দলের শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে। আমার বিরুদ্ধে ১৫০টির মতো মামলায় দায়ের করা হয়েছে। আমি যেকোনও সময় গ্রেফতার হতে পারি। কিন্তু ঘটনা হলো, চাইলেই একটি চেতনাকে গ্রেফতার করা যায় না।
গত বছর এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। এরপর তিনি অভিযোগ করেছেন, তাকে অপসারণের নেপথ্যে রয়েছে সেনাবাহিনী। ক্ষমতা ছাড়ার পর তার জনপ্রিয়তা বেড়েছে। ইতোমধ্যে আগাম নির্বাচনের দাবিতে বেশ কয়েকটি জনসমাবেশ করেছেন তিনি।
সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে তাকে উৎখাতের অভিযোগের কথা পুনরায় তুলে ধরেছেন তিনি। বলেছেন, বাজওয়াকে দায়িত্ব থেকে অপসারণের জন্য চাইলে তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা কাজে লাগাতে পারতেন, কিন্তু তিনি সেনাবাহিনীতে হস্তক্ষেপ করতে চাননি।
ইমরান খান অভিযোগ করেছেন, সরকার ও ক্ষমতার কাঠামো পিটিআইকে গুঁড়িয়ে দিতে চাইছে। তিনি বলেন, আমি যদি আবার কারাগারে যাই, আমি সহিংসতা চাই না। কারণ, এতে আমাদের বিরোধীদের তুলে ধরা বর্ণনার উপকার করে।
ইমরান বলেন, সব জনমত জরিপে দেখা যাচ্ছে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হবো। তাই সরকার ও ক্ষমতার কাঠামো পিটিআইকে গুঁড়িয়ে দিতে চাইছে।