ক্রীড়া প্রতিবেদকঃসালেক সুফী ।।
টীম টাইগার্সদের অভয় অরণ্য শেরে বাংলায় কাল মুখোমুখী হয়েছিল থ্রি লায়ন্স আর টীম টাইগার্স। অনেকেই ধারণা করেছিল ইংলিশ লায়ন্স ওডিআই আর বিশ্ব চ্যাম্পিয়ন হলেও টাইগারদের পয়মন্ত মাঠে হালে পানি পাবে না।
কিন্তু যারা জানার তারা ঠিক জানে ২০১৫ বিশ্বকাপে এডিলেডে মাশরাফি স্কোয়াডের কাছে হেরে যাওয়া ইংলন্ড সব ফরম্যাটে এখন বদলে যাওয়া তুখোড় দল। কথাটি শুনেছিলাম মেলবোর্নে ওদের মেন্টর অস্ট্রেলিয়ান কিংবদন্তি উইকেট কিপার ব্যাটসম্যান রডনি মার্শের সঙ্গে একান্ত আলোচনায়। এবারের দলে কয়েকজন শীর্ষ ব্যাটসম্যান নেই টেস্ট সিরিজ আর ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যাস্ততার কারণে। কিন্তু আর্চার ,উড ,ওকস ,আদিল রশিদ , মঈন আলী সমন্বয়ে গড়া বোলিং আক্রমণ কেন বিশ্বসেরা কাল চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলো। কিছুটা গতিময় উইকেটে পেস ,বাউন্স ছিল , স্পিনার্সরা টার্ন পাচ্ছিলো। তবুও টস জয়ী বাংলাদেশ চির চেনা মাঠ আর পরিবেশে প্রথমে ব্যাটিং করে ২০৯ রানে গুটিয়ে যাওয়ার কোনো অজুহাত ছিল না। তামিম একটা ভালো বলে উইকেট হারিয়েছে। দীর্ঘদিন পরে ফেরায় ওর ব্যাটিং মরছে ধরা ছিল. লিটন ভালো ব্যাট করেনি। তিন নাম্বারে নাজমুল শান্ত নামের প্রতি সুবিচার করেছে। বলবো না মুশফিক ,সাকিব দায়িত্ব নিয়ে খেলেছে। রিয়াদ ভালো খেললেও ইনিংস বড় করতে পারে নি। তুখোড় ইংলিশ বোলিং অ্যাসিড টেস্টে বাংলাদেশ ফেল করে ২০৯ রানেই গুটিয়ে গাছে।
মামুলি এই সংগ্রহ ডিফেন্ড করে কোমর কোষেই লড়েছে টাইগার বাহিনী। তাইজুল , মিরাজ , তাসকিন , সাকিব ভালো বোলিং করেছে। সল্ট, ভিন্স বাটলার ,মঈন কিছু করতে পারে নি।একমাত্র ডেভিড মালান একক ভাবে লড়াই করে অপরাজিত ১১৪ রান উপহার দিয়ে দলকে জয়ী করেছে। তিন উইকেটে জয় পেতে ওঁদের ৪৮.৪ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। মালান দেখিয়েছে কিভাবে বিক্ষুব্ধ সাগরে তরী বেয়ে তীরে ভিড়তে হয়।
বাংলাদেশ মানসম্পন্ন লেগ স্পিন বা কোয়ালিটি পেস আক্রমণের সামনে কেন মুষড়ে পরে তার প্রদর্শনী হয়েছে কাল।বাংলাদেশ আর ২৫-৩০ রান যুক্ত করতে পারলে ফলাফল ভিন্ন হতে পারতো। জানিনা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে তৌহিদ হৃদয় আর ইবাদাতকে সুযোগ দিবে কিনা। ১-০ এগিয়ে থাকা ইংল্যান্ড দল এখন সিরিজ জয়ের জন্য সুবিধা জনক অবস্থানে। দ্বিতীয় ম্যাচে ওরা স্যাম কুরানকে খেলালে তাঁর চৌকষ নৈপুণ্যের সুবিধা পাবে।
পরাজয়ে কষ্ট পেয়েছি কিন্তু লড়াই করায় বাহবা দিবো। সিংহ ঠিক বুঝিয়ে দিয়েছে কেন সে বনের রাজা ?