আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার এবং তা থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ে অবশেষে মুখ খুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইমরানের গ্রেপ্তারের বিষয়ে অবগত থাকার কথা উল্লেখ করে পাকিস্তানে গণতান্ত্রিক নীতি এবং আইনের শাসনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে দেশটি। এনডিটিভি, পিটিআই
প্রতিবেদনে বলা হয়, একইসঙ্গে পাকিস্তানের বিশেষ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে তার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের বিষয়ে আমরা অবগত। যেমনটি আমরা আগেই বলেছি, আমরা একটি রাজনৈতিক দল বা প্রার্থীর বিপরীতে অন্য রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করি না বা প্রার্থী এবং অন্য দলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনও অবস্থান নেই।’
কারিন জিন-পিয়েরে বলেন, ‘আমরা বিশ্বজুড়ে গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই। তাই এ বিষয়ে আরও তথ্যের জন্য আমি সবাইকে পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ করার জন্য বলব।’
এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, দক্ষিণ এশিয়ার এই দেশে (পাকিস্তানে) আইনের শাসন অনুসরণ করা হোক এটাই তারা চান।
সংবাদ সম্মেলনে ব্লিংকেন সাংবাদিকদের বলেন, ‘আমরা কেবল নিশ্চিত করতে চাই যে, পাকিস্তানে যা কিছু ঘটছে তা সংবিধানের সাথে আইনের শাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ।’
এর আগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে ১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) ওয়ারেন্টে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাকে গ্রেপ্তার করে।