দৈনিক ঢাকা নিউজ ডেস্ক।।
বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের ৭ সদস্যের প্রতিনিধি দল সোমবার (১০ জুলাই) দুপুরে পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি প্রশাসন কামরুল আহসানের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিনিধি দলটি পৌনে ৩টার দিকে পুলিশ সদর দফতরে আসেন। সাড়ে তিনটার দিকে বৈঠক শেষে বেরিয়ে যান।
পুলিশ সদর দফতর সূত্র বলছে, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল পুলিশের কাছে নির্বাচনকালীন নিরাপত্তার বিষয় সম্পর্কে জানতে চেয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আসবেন তাদের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে পুলিশ সদর দফতর কী পরিকল্পনা করেছে তাও জানতে চেয়েছে প্রতিনিধি দল।
এ সময় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার সব ধরনের বিষয় মাথায় রেখে নির্বাচনকালীন পর্যবেক্ষকদের নিরাপত্তার বিভিন্ন বিষয় প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান হিসেবে নেতৃত্ব দেন নির্বাচন পর্যবেক্ষক রিচার্ডো চেল্লরি। পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি প্রশাসন মো. কামরুল আহসান।
Hi! Do you know if they make any plugins to help with
SEO? I’m trying to get my site to rank for some targeted keywords but I’m not seeing very good gains.
If you know of any please share. Kudos! You can read similar article
here: Eco wool
Earlier than making a big list of the stuff you will need, you must look at the weather reviews to find the weather conditions.