হ্যাপি নিউ ইয়ার ২০২৫ এর প্রানঢালা শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। নতুন বছরে নতুন ভাবে সবাইকে বিনীত অনুরোধ রইলো একটা বিষয়ে চিন্তা করে যার যার সিদ্ধান্ত সে,সে নেওয়া। আমরা মুসলমান দাবী করি,আবার হ্যাপি নিউ ইয়ার, ডিজে পার্টি,, বারবি কিউ পার্টি, ফানুস উড়ানো,আতশবাজি ফুটানো তে ১০০ তে ১০ং।পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা সহ বাংলা বছরের প্রথম দিন মেলা সহ বড়ো মাছ কিনে বিশাল খাবার আয়োজন করি।গান,ছেলে- মেয়ের আড্ডা কে স্বাভাবিক দৃষ্টিতে দেখি।
আজকে ফেসবুকে একজন শেয়ার করলো- বউকে কয়েক বছর পর আর ভালো লাগেনা।পরকীয়াতে বেশির ভাগ পুরুষ আসক্ত হয়ে পড়ে বা মনে মনে। চোখের যিনা,মনের যিনা,শরীরের যিনা কোনো একটা তে আমরা পুরুষরা আসক্ত হয়ে পড়ি এবং ৯০ % পুরুষ এ-ই ধরনের গোপনীয় অপকর্মে জড়িত।। আমরা স্বীকার করি বা না করি।মজার বিষয় হলো এ-ই পরকীয়া না করা বা নিজের বউকে ভালো না লাগার ও চিকিৎসা আছে। ফেসবুকে যিনি শেয়ার করেছেন,তিনি এর কারন গভীর ভাবে চিন্তা করে বের করতে মানসিক ডাক্তার এর কাছে গেলেন।মানসিক ডাক্তার অনেক সময় নিয়ে গভীর ভাবে চিন্তা করে বললেন।
একটা কাজ শুধু করতে হবে তাও পবিত্র কোরআন মজিদ এ আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে আমদের সবাইকে সাবধান করে দিয়ে বলেছেন যে তোমরা চোখের যিনা করোনা ও গোপনাংগের হেফাজত করো তাহলে জান্নাত তোমাদের জন্য নিশ্চিত।।পবিত্র কুরআন মজিদ এর এ-ই হুকুমটা শুধু এক মাস মানেন।সেই ভদ্র লোক যখনই মনের অজান্তেই, শয়তান এর কুপ্ররোচনায় চোখের যিনা বা মনের বা শরীরের যিনা করার ইচ্ছে জাগে বা চেষ্টা করে তখনই আল্লাহ তাআলার হুকুম এর কথা মনে করে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলে। যার ফলে অল্প কিছু দিন এর মধ্যেই সে অনুভব করে,তার বউকে ভালো না লাগার রোগটা ভালো হয়ে গিয়েছে। তাই নতুন বছরে সবাইকে বিনীত অনুরোধ পবিত্র কুরআন মজিদ এর আয়াত বুঝে বুঝে বাংলা অর্থ সহ পড়ুন ও মানার চেষ্টা করুন।।দেখবেন নতুন বছরটা আপনার পুরো জীবনটা পাল্টে দিবো। HAPPY new year to All of YOU