সালেক সুফী।।
কাল সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারের নাটকীয়তায় ২ উইকেটে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে নতুন প্রজন্মের তাওহীদ হৃদয় ,শরিফুল ইসলাম এবং শামীম হোসেনের হাত ধরে। ম্যাচের শেষ ওভার , জয়ী হতে হলে করতে হবে ৬ রান. হাতে উইকেট আছে ৫ টি. সহজ সমীকরণ। প্রথম বলেই মেহেদী মিরাজ কভার দিয়ে বাউন্ডারি পার করলেন করিম জানাতের বল। দ্বিতীয় ,তৃতীয় , চতুর্থ বলে মিরাজ ,তাসকিন ,নাসুমের উইকেট তুলে নিয়ে ঝড় তুললো জানাত।
এমনি পরিস্থিতে বেশ কিছু ম্যাচে তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের। কিন্তু কাল শরিফুল চার মেরে জয় করলো ম্যাচ। সহজ জয় কঠিন করে জিতলো বাংলাদেশ। টি ২০ ফরম্যাটে বদলে যাওয়া বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত থাকলো। তুখোড় দল আফগানিস্তানের বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে অনেক তৃপ্তিদায়ক।
কাল টস জয় করে ফিল্ডিং নিয়ে শুরুতেই চেপে ধরেছিলো বাংলাদেশ অতিথি দলকে। মারকুটে গুরবাজ, জাজাই , ইব্রাহিম জাদরান স্থিতু হতে পারে নি উইকেটে বাংলাদেশ বোলারদের উইকেট অনুযায়ী সঠিক লাইন লেন্থে বল করায়। ৪/৫২ অবস্থান থেকে দেখে শুনে ব্যাটিং করে টেনে তুলে অভিজ্ঞ মোহাম্মদ নবি প্রথমে নাজিবুল্লাহ জাদরান এবং এর পর আজমাতুল্লাহ ওমর জাইকে সঙ্গে নিয়ে। ১৫৪/৭ উইকেট সংগ্রহ উইকেট এবং পরিবেশ অনুযায়ী যথেষ্ট ছিল।
জবাবে বাংলাদেশের সূচনা ভালো হয় নি. রনি তালুকদার ( ০) , নাজমুল শান্ত ( ১৪ ) , লিটন ( ১৮ ) এবং সাকিব ( ১৯) ইনিংস বড় করতে পারে নি. কিন্তু শুরু থেকেই নিজেকে প্রয়োগ করে খেলেছে নিজেকে ক্রমাগত উঁচুতে তুলে নিতে থাকা তাওহীদ হৃদয়। ৪/৬৪ থেকে ৫/১৩৭ এবারে হৃদয়ের সঙ্গী ছিল শামীম হোসেন। অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ের সঙ্গী।
ওদের যোগাযোগে ৫ম উইকেট জুটির ৭৩ রান দলকে বিজয় মঞ্চ গড়ে দেয়। শেষ ওভারের নাটকের জবনিকাও হয়েছে শরিফুলের হাত ধরে. অভিজ্ঞ মাশরাফি, তামিম , মুশফিক ,রিয়াদ টি ২০ দল থেকে বিদায় নিয়েছে। সোনালী প্রজন্মের একমাত্র সাকিব এখন অধিনায়ক। নতুন প্রজন্মের বদলে যাওয়া বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত থাকুক সেই কামনা করি।

By