ডাক্তার হবার স্বপ্ন —- আমরা স্বীকার করি আর স্বীকার না করি,,আমাদের দেশের ৮০% লোক এর স্বপ্ন তাদের সন্তান কে ডাক্তার বানানো। আমার বাবা-মা র স্বপ্ন সহ ঐ জেনারেশন এ-র বেশির ভাগ বাবা-মা র স্বপ্ন সন্তান ডাক্তার হবে??? অথচ ডাক্তার যাঁরা হতে চায় তাদের কি জানা আছে??? ডাক্তার হতে হলে ১৩/১৪ ঘন্টা মিনিমাম পড়তেই হয়,,নতুবা ডাক্তার হয়ে কোনো লাভ নেই??? আর ডাক্তার এর কোর্স ১২ বছরের যদি ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তার হতে চায় যে কোনো ছাত্র /ছাত্রী।।। মেডিক্যাল এ ফেল বা সাপ্লি খুব বেশি কমন।।আরও অতিরিক্ত তিন বছর ধরে ১৫ বছরের কোর্সে অংশগ্রহণ করে একজন বিশেষজ্ঞ ডাক্তার হতে পারবেন।। আর নামকরা বা ভালো ডাক্তার হওয়াটা কতোটা কষ্টের আমাদের কল্পনারও বাইরে।। চকচক করলেই সোনা হয়না।। ডাক্তার পেশা,। সেই রকমই।।।Noblest profession in The world… আমার মতো যাঁরা না বুঝতে পেরে মেডিকেল এ ঢুকে ও ডাক্তারী করে।।তাদের মনের ভিতরে কতটা কষ্টে কেউ বুঝতে পারবেনা।। শুধু আল্লাহ তায়ালা ই জানেন ও এ-ই আশাবাদী যদি আল্লাহ তায়ালা পরকালে মাফ করে দেন।।ভবিষ্যতের সকল বাবা-মা কে বলছি ডাক্তারী কোর্স ১৫ বছর ধরে স্বপ্ন দেখেন।।।নিজের সন্তানূদেরকেও স্বপ্ন দেখান।।আমার ডাক্তার বন্ধু।। নাক,কান গলা বিশেষজ্ঞ।। এম.এস (ENT)..ওর ২ মেয়ে একটা ENGLISH MEDIUM এ পড়ে কম্পিউটার বিশেষজ্ঞ। আরেকজন ছোট তবে মনে হয়না ডাক্তার হবে।। আমার বন্ধুর বউ ও ডাক্তার শিশু বিশেষজ্ঞ।। আরেক বন্ধু ও বন্ধুর বউ দুজনেই ডাক্তার আমেরিকার সিটিজেন।।দুটো মেয়ে ডাক্তার হবে কিনা জানিনা???? আমার আরেক বন্ধু নিজেও সেনাবাহিনীর বিশাল বড়ো পোস্টে।। নিজের ছেলেকেও দিয়েছে সেনাবাহিনীতে।।আমার মেয়ে ডাক্তার হওয়ার ধৈর্য্য ধারণ করতে পারা আমার কাছে অসম্ভব।। বাকীটা আল্লাহ তায়ালা ই ভালো জানেন।। আরেক বন্ধু দন্ত বিশেষজ্ঞ,, তার সন্তান ও ENGLISH VERSION এ পড়ে ডাক্তার হবে কিনা বা হতে পারবে কিনা সেটাও আল্লাহ তায়ালা ই ভালো জানেন??? আরেক বন্ধু খুব বেশি কষ্ট করে জীবন চালাচ্ছে ছেলে কৃষি বিশ্ববিদ্যালয়ে আর মেয়ে ভবিষ্যতে কি হবে সময় কথা বলবে??? বান্ধবী ডিপুটি এটর্নি জেনারেল পোস্টে সংযুক্ত থেকেও সন্তানকে ডাক্তারীতে ঢুকিয়েছে।।ডাক্তার এ-র ছেলে বা মেয়ে যদি মেধাবী হয় ও পড়ুয়া হয় চোখ বন্ধ করে তাঁরা ডাক্তারই হয়।।এক বিচারপতি বড়ো ভাই এর কথা বলছি।ওনার মেয়েরা আমেরিকা/ কানাডায় সেটেল্ড ডাক্তার ছাড়া অন্য প্রফেশনে।।।আমার আপন ভাগ্নী ও ভাগিনা ইনজিনিয়ার ও বিবিএ হোল্ডার।।।ভাতিজা ও ভাতিজি বিবিএ।।।তাই এখন ডাক্তার হওয়ার স্বপ্ন একটু হলেও কমেছে।।।আর সন্তানরাও বিভিন্ন পেশার স্বপ্ন নিয়ে বড়ো হচ্ছে।।।।। আমি ১০০% মানবতার ফেরিওয়ালা টাইপের ডাক্তার।।।কি আর করার????? কিছু সেবার বিনিময়ে রোগীর দোয়ার বদৌলতে যদি আল্লাহ তায়ালা পরকালে মাফ করেন।।।নতুবা এখনকার সময়ে আমরা সবাই ১০০ % গুনাহের কাজ করে যাচ্ছি নিজের জানা মতে বা অজান্তেই।।।। আল্লাহ তায়ালা আমাকে মাফ করুন এটাই আমার একমাত্র আশা- ভরশা ও স্বপ্ন।।
সুত্র — ডাক্তার এ,কে,এম,কামরুল আহসান ( তানিম). কনসালটেন্ট — কুমিল্লা চক্ষু হাসপাতাল।,আলেখারচর
I like this blog very much, Its a real nice position to read
and get info.Raise your business
A, 6 thioguanine resistant colony counts in 2 separate HPRT mutagenesis experiments precio de priligy en mexico Please note we are not on the IOSS system but have a specialist custom broker
Hi! Do you know if they make any plugins to assist with SEO?
I’m trying to get my blog to rank for some targeted keywords but
I’m not seeing very good results. If you know
of any please share. Kudos! You can read similar text
here: Warm blankets
Skin Wound Generation and Latex Perfusion priligy canada
cost of cheap cytotec For breast and prostate cancer, the truncating mutations are associated with higher penetrance than the missense mutation Cybulski et al, 2007c
where to get generic cytotec tablets Subventioneras bara om metformin, insulin eller SU prövats eller inte är lämpliga
Поиск в гугле