নিজস্ব প্রতিবেদক ।।
ডাঃকামরুল আহসান তানিমের আম্মা সকলের অতি প্রিয়,ও Respected একজন অসাধারণ মানুষ ছিলেন।ডাঃকামরুল আহসান তানিম তার আম্মার সংগী হিসাবে তার আম্মার যতো কলিগ সবার বাসায় যেত।ছোট ফুফুর বাসায় যেত ও ঢাকায় যেত।সবার সাথে এতো বেশি ভালো সম্পর্ক কিভাবে ডাঃকামরুল আহসান তানিমের আম্মা রাখতেন, এটাই আললাহ্ তা আলার বিশেষ নেয়ামত। আমাদের এক বন্ধুর মা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে মানসিক ভাবে কেমন যেনো এলোমেলো। কয়েক দিন পর পর fb এ post দেয় মা তোমাকে ছাড়া কিভাবে বাচবো? তুমিই আমার সব।আমিও আম্মার অন্ধের যষ্টি ছিলাম, আম্মার বন্ধু ছিলাম।আমাকে একা ফেলে কিভাবে চলে গেলো?? আসলে আমাকেও যেতে হবে।সবাইকে যার যার Fixed flight scheduled অনুযায়ী যেতেই হবে।শুধু Date টা অজানা। রব্বির হাম হুমা কামা রব্বানী ছাগীরা।।। আললাহ্ তা আলা আমাদের আম্মা কে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন সবসময়ের জন্য। আম্মা কে সবাই এতো বেশি ভালোবসতো ইনশাআল্লাহ আললাহ্ তা আলা ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করবে।আর আমি, আমরা সবাই ওনার আদর্শ মানার চেষ্টা করি। আম্মার জন্য এক কোরআন মজিদ খতম দিয়ে দোয়া করেছি।কবুল করার মালিক আললাহ্ তা আলা।