বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমের রংপুরে আগমনের প্রতিবাদে জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।  দুপুর সোয়া ১২টার দিকে রংপুর নগরের সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয় থেকে দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এই মিছিলে জাতীয় পার্টির অনেক নেতাকর্মীর হাতে লাঠি ছিল। মিছিলটি নগরের জাহাজ কোম্পানি মোড় হয়ে প্রেসক্লাব চত্বর এলাকায় যায়। সেখান থেকে পুলিশ লাইন্স স্কুল ও কলেজ মোড় দিয়ে ঘুরে পায়রা চত্বর মোড়ে এসে সোয়া ১টায় সমাবেশ করে। সমাবেশে সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, আমারা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। কিন্তু আজকে আশ্চর্যের বিষয় হলো, পুলিশের ছত্রচ্ছায়ায় আইজি মহোদয়ের অনুষ্ঠানে সারজিস রংপুর এসেছেন। ওই বিক্ষোভ সমাবেশে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসির প্রমুখ বক্তব্য দেন। বেলা তিনটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের মতবিনিময় সভার কথা ছিল। কিন্তু হাসনাত আব্দুল্লাহ শনিবার রংপুরে আসেননি। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ জানান, হাসনাত আবদুল্লাহর আসার কথা থাকলেও তিনি আসেননি, এসেছেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
১৪ই অক্টোবর জাতীয় পার্টির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও নেতা সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তাঁদের রংপুরে আসার খবরে শুক্রবার রাতে নগরে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি।  
সারজিস আলম মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ লাইনস স্কুল ও কলেজ মিলনায়তনে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিকেল তিনটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি সারজিস আলম। এর আগে সকাল সাড়ে নয়টার বিমানযোগে সারজিস আলম ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে রংপুরে আসেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20
14 thoughts on “জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে”
  1. Bokeo is an absolute jewel in Thailand! The combination of unspoiled nature,
    cultural richness, and serene landscapes provide an unforgettable experience for travelers.
    From hidden waterfalls to genuine encounters, every single moment in Bokeo
    can be described as a moment of discovery. It is a must-see for anyone looking for authentic Thai
    Charm and off-the-beaten-path experiences!

  2. Hello, i think that i saw you visited my web site thus i came to “return the
    favor”.I’m attempting to find things to enhance my site!I suppose its ok to use some
    of your ideas!!

  3. When I initially commented I seem to have clicked the -Notify me when new
    comments are added- checkbox and from now on every time
    a comment is added I recieve 4 emails with the same comment.

    Perhaps there is a way you are able to remove me from that service?

    Kudos!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)

Facebook20
YouTube20
Instagram20
20