আগে এডিপির আকার ছিল ২,৪৬,০৬৬ কোটি টাকা।
সংশোধিত এডিপিতে বরাদ্দসহ মোট ১,৬২৭টি প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদনের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ অর্থবছরের সংশোধিত এডিপি’র আকার ২০২২ অর্থবছরের সংশোধিত এডিপি’র তুলনায় ৯.৬৪% বেড়েছে।
তার মতে, সরকার নিজস্ব তহবিল থেকে ১,৫৩,০৬৬ কোটি টাকা বা ৬৭.২৬% প্রদান করবে যা মূল এডিপির মতোই থাকছে।
তবে, সংশোধিত এডিপিতে বহিরাগত উৎস থেকে সংগ্রহ ১৮,৫০০ কোটি টাকা কমিয়ে ৭৪,৫০০ কোটি টাকা করা হয়েছে, যা মোট বরাদ্দের ৩২.৭৪%।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো তাদের নিজ নিজ প্রকল্পের জন্য প্রায় ৮,৯৯৪.৫৮ কোটি টাকা ব্যয় করবে। তাই স্ব-অর্থায়নকৃত প্রকল্পের ব্যয়সহ সংশোধিত এডিপির প্রকৃত আকার হবে ২,৩৬,৫৬০.৬৭ কোটি টাকা।
সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, পরিবহন খাত পরিকাঠামো উন্নয়নে সর্বোচ্চ ৬১,৮১০ কোটি টাকা পাবে, যা মোট বরাদ্দের প্রায় ২৭.১৬%।
বিদ্যুৎ খাতের প্রকল্প বাস্তবায়নের জন্য দ্বিতীয় সর্বোচ্চ ৩৮,৩১৭ কোটি টাকা বা ১৬.৮৪% বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে আবাসন ও কমিউনিটি সুবিধা খাতে ২৫,৯৩৯ কোটি টাকা বা ১১.৪% বরাদ্দ করা হয়েছে।