সালেক সুফী।।
পর পর তিন ম্যাচে সহজ জয় পেয়ে নতুন বাংলাদেশ বিশ্ব ক্রিকেট মোড়লদের টি ২০ সিরিজে চুনকাম ( হোয়াইট ওয়াশ ) করেছে। উত্তাল মার্চে মাইল ফলক অর্জনকারী এই জয়ে এখন গোটা বিশ্বের ক্রিকেট পূজারী বাংলাদেশিরা উচ্ছসিত। বাঁধভাঙা আনন্দ জোয়ারে ভাসছে বাংলাদেশ। চট্টগ্রাম ,ঢাকায় খেলা প্রথম দুইমাস জয় করে শাকিব বাহিনী শেষ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছিল।
আজ ছিল প্রতাপশালী ইংল্যান্ডের মুখ রক্ষার ম্যাচ। ব্যাটিং ,বোলিং ,ফিল্ডিং সুসমন্বিত করা বাংলাদেশ ১৬ রানে ম্যাচ জয় করে কৃতিত্বপূর্ণ বাংলাওয়াশ অর্জন করলো। টস জয় করে বাংলাদেশ লিটন (৭৩) ,শান্তর (৪৭*) দৃষ্টি নন্দন ব্যাটিং পুঁজি করে ১৫৮/২ করেছিল। একসময়ের সুবিধাজনক অবস্থায় থেকেও ১৭০ -১৮০ করতে না পারায় কিছুটা সংশয় ছিল. ইংল্যান্ড দল শুরু করেছিল জয়ের মিশন। মালান -বাটলার জুটির ৯৫ রান ইংল্যান্ড দলকে জয়ের পথে ধাবিত করছিলো। বাংলাদেশ কিন্তু ভড়কে যায়নি।
১৪ ম ওভার থেকে দারুনভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। মুস্তাফিজের একটি ওভারে লিটনের ক্যাচ আর মিরাজের রান আউট ম্যাচের ধারা পাল্টে দিলো। শেষ ওভারে তরুণ হাসান মাহমুদের চমৎকার বোলিং এনে দিলো। ১৬ রানে ম্যাচ জয়, সিরিজ হোয়াইট ওয়াশ নতুন করে নতুন বাংলাদেশকে সাফল্যের হিমালয় চূড়ায় তুলে দিয়েছে। সাদা বলের দুই ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজে এসেছিলো কিছুটা খর্বশক্তির দল নিয়ে। ভেবেছিলো হেসেখেলে জয় পাবে দুই ফরম্যাটে।
বাংলাদেশ লড়াই করে হেরেছে ওডিআই সিরিজ (১-২). কিছু তরুণ , কিছু অনিয়মিত খেলোয়াড় নিয়ে সাকিবের নেতৃত্বে দল সাজিয়েছিল বাংলাদেশ। বলাবাহুল্য সেই দলের প্রতিটি সদস্য নিজেদের সেরা নিবেদন করে দলকে স্মরণীয় সিরিজ জয় উপহার দিয়েছে। এমনিতেই ওডিআই ক্রিকেটে বাংলাদেশ ঘরের মাঠে দুধর্ষ দল হিসাবে স্বীকৃত। এখন থেকে টি ২০ ক্রিকেটেও বাংলাদেশকে নতুন করে গুরুত্ব দিতে হবে।