সালেক সুফী।।
নিঃসন্দেহে দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা ভুল কৌশলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশন করে নিন্দনীয় কাজ করেছে। নিজেরা ভুল বুঝতে পেরে সংবাদটি অপসারণ করে সংশোধনী দেয়া হয়েছে। অথচ সেই ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে নাটকীয়ভাবে প্রতিবেদককে গ্রেপ্তার ,সম্পাদকের নাম মামলা সরকারকে আরো বিতর্কিত করেছে মনে করি। বিষয়টি আন্তর্জাতিক করুন করে সরকারি দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে। সংবাদের বিষয়বস্তু নিয়ে দেশের মানুষ দ্বিমত করবে না। কিন্তু একটি শিশুকে সম্পৃক্ত করা অপেশাদার কাজ হয়েছে।
সরকারের যে মন্ত্রী বা নেতারা এখন নানাভাবে সংবাদ মাদ্ধম নিয়ে বিষোদ্গার করেছেন তাদের অরুরোধ করবো নিজেদের চেহারা আয়নায় দেখতে। কেউ বাংলাদেশে ধোয়া তুলসীপাতা নয়। দেখলাম এডিটরস গিল্ড , ঢাকা বিশ্ববিদ্দালয় শিক্ষক সমিতি রাজনৈতিক লেজুড়বৃত্তি করছে। আদালতের আওতায় থাকা বিষয় নিয়ে অযাচিত কথা বলছে।
কেন সরকার বাজার নিয়ন্ত্রণে বার্থ ? দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্বাদীর সংগ্কট নেই. কৃষক সবজি , ফল মূল ফোলাচ্ছে, মাছ ,মাংস ,মসলার কমতি নেই. কিন্তু বাজার দর নিম্নবিত্ত ,মদ্ধবিত্তের আওতায় নেই? সরকারের মন্ত্রীদের এবং সাগরেদদের বাদ দিলে অধিকাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।
কষ্ট লাগে যখন শাসক দলের কিছু নেতা বিদেশী দূতাবাসে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে আত্মতুষ্টি প্রকাশ করে।স্বাধীন দেশের ভাবমূর্তি এভাবে বিতর্কিত হয়। বিদেশিদের সুযোগ দেয়া হয় বাংলাদেশের নিজস্ব বিষয়ে নাক গলাতে।
আশা করি আসন্ন নির্বাচন সামনে রেখে সরকার তুচ্ছ ঘটনাকে আন্তর্জাতিক মহলের আকর্ষণের কেন্দ্র বিন্দু হবে না।