লেখকঃসালেক সুফী।।
আবারো বিস্ফোরণ ,আবারো দুঃখজনক মৃত্যু। কাল সীতাকুণ্ডে অক্সিজেন ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। গত কয়েকবছরে বেশ কয়েকবার বিভিন্ন কলকারখানা ,মসজিদ ,বাসা বাড়িতে গ্যাস বিস্ফোরণ ,অগ্নিকান্ড হচ্ছে.মানুষের মৃত্যু ঘটছে , যান মালের ক্ষয় ক্ষতি হচ্ছে। অথচ বাংলাদেশে বিস্ফোরক অধিদপ্তর আছে, কলকারখানা পরিদর্শকের দপ্তর আছে. প্রতিবার বিস্ফোরণের পর কয়েকটি কমিটি করা হয় ,মিডিয়া কয়েক দিন গরম থাকে।
কারো কিছুই হয় না. যেন এগুলো প্রাকৃতিক কারণ। বাংলাদেশের অধিকাংশ কলকারখানা নির্মাণে নিয়ম কানুন মানা হয় না. ঘুষ দিলেই অনুমোদন মিলে। কারো কোনো দায়বদ্ধতা নেই. রাসায়নিক দ্রব্বাদী গুদামজাত করায় নিয়মনীতি মানার কোনো দায় বদ্ধতা নেই. তাই একটি দুর্ঘটনার রেশ মিলিয়ে যেতেই আরেকটির অপেক্ষা করা ছাড়া কিছুই যেন করার নেই।
প্রশ্ন করি নারায়ণগঞ্জ মসজিদে গ্যাস-বিদ্যুৎ অবৈধ লাইন বিস্ফোরণে মৃত্যুর কোনো বিচার হয়েছে? মগবাজার গ্যাস বিস্ফোরণ, সীতাকুন্ড কন্টেইনার টার্মিনাল বিস্ফোরণের কথা মানুষ ভুলে গাছে। কারো কোনো লাজ লজ্জার বালাই নেই লাজহীন বাংলাদেশে। আসলে কি কাজ করছে বিস্ফোরক অধিদপ্তর ?