নিজস্ব প্রতিবেদক ।।
আজকে একজন মহিলা রোগী দেখেছি ওনার দুটো চোখই অন্ধ ও প্রচন্ড ব্যথাযুক্ত।আজকে একটা চোখ অপারেশন করে ফেলে দিয়েছি।এক মাস পরে আরেকটা ফেলে দিতে হবে।কি কষ্ট করতে হবে রোগীর চিন্তা করে দেখেছেন কেউ কি?? এজন্যই আল্লাহ তা আলার বেশির ভাগ নবীই কঠিন ও অসম্ভব সব কষ্ট করে প্রমান করে গিয়েছেন যে তাঁরা আল্লাহ তা আলা কে সবসময়ই সব অবস্থায় ভালোবাসেন।সেটা কষ্টের সময়ে হোক আর আনন্দের সময়ে হোক।
হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আগুনে পড়ে যাচ্ছেন তখনও ফেরেশতারা বলতে লাগলো আমরা আপনাকে সাহায্য করি।তখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আল্লাহ তা আলা সবাই দেখছেন সুতরাং তোমার সাহায্য লাগবেনা।শুধু তাই না ওনার ছেলেকে কোরবানি দিতেও কুন্ঠা বোধ করেননি আল্লাহ তা আলার হুকুমে।মুসলমান জাতির জনক হিসাবে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কেই ধরা হয়ে থাকে।হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তিমি মাছের পেটে ঢুকেও হতাশ হয়ে যাননি।বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যোয়ালিমিন।হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম ১২ বছর সারা শরীর পচন রোগে আক্রান্ত হয়েও নিরাশ হননি আল্লাহ তা আলার রহমতের উপর।
তাদের জীবন এর তুলনায় আমার,আপনার,আমাদের কষ্ট কি খুব বেশি।??? আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাললাম সারাটা জীবনই না খেয়ে, যুদ্ধ করে ইসলামকে প্রতিষঠিত করে গিয়েছেন,অবশ্যই আল্লাহ তা আলার হুকুমে।আল্লাহ তা আলা পবিত্র কুরআন মজিদে সুস্পষ্ট ভাবে বলেছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যু বরন করনা। এতে প্রমানিত হয়।আমি,আপনি বা আমরা নামে মুসলমান না হয়ে আমলের দিক দিয়ে মুসলমান হতে হবে।কারো গোপনে বা প্রকাশ্যে যদি তার সমালোচনা করা হয়।দুই ক্ষেত্রেেই তা গীবত।
আর গীবতকারী জাহান্নামে থাকবে এটাই আললাহ্ তা আলার হুকুম। সুতরাং আমি সহ আমরা সবাই আজ থেকে নতুন করে নিয়ত করি আর কোনো গীবত নয়।আমল বেশি বেশি করি।সবাই সবার জন্য দোয়া করি। আর আল্লাহ তা আলার কাছে বেশি বেশি করে মাফ চাই যেনো আমাদের সবাই কে মাফ করে দিন।।।।আমদের সর্বশেষ ও সর্বশ্রষঠ নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সুরা দ্বহাতে আল্লাহ তা আলা বলেছেন যে হে নবী আপনি বলে দিন কাফেরদেরকে যে আমার আল্লাহ তা আলা আমাকে কখোনো ভুলে যাননি,যাবেনও না।হে নবী আপনার জন্য পরকাল ইহকাল থেকে অনেক বেশি ভালো।
।আপনাকে আপনার আল্লাহ তা আলা এতো বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন।হে নবী আপনাকে আমি এতিম অবস্থায পাইনি?? বড়ো করেছি আমি।হে নবি আপনাকে আমি পথহারা অবস্থায় পাইনি?/ পথের দিশা আমি দিয়েছি।আপনাকে আমি গরীব অবস্থায় পাইনি// অভাব মুক্ত করেছি।সুতরাং আপনার প্রতি আমার হুকুম হলো কোনো এতিমকে মারবেননা।কোনো প্রশ্নকারির উপরও রাগান্বিত হবেননা।এবং সবসময়ই আল্লাহ তা আলার বেশি বেশি প্রশংসা করতে থাকুন।।এটা আমার জীবনেও হুবহু মিলে গিয়েছে। আল্লাহু আকবর।। ইনশাআল্লাহ আমরা যেনো সবসময়ই আললাহ্ তা আলা সঠিক পথে চলতে পারি এই দোয়া করি সবার জন্য।