সালেক সুফী।।
আজ ২৯ মার্চ ২০২৩ বীর চট্টলার সাগরিকা আরো একটি বিজয় মঞ্চ হতে চলেছে। অভাবনীয় কিছু না হলে আজ ম্যাচ জিতে টি ২০ সিরিজ নিচের করে নিতে পারে। বাংলাদেশ ব্যাটিং বোলিং ,ফিল্ডিং তিনটি ফ্রন্টে এতো ব্যাবধানে এগিয়ে যে অঘটন ঘটন পটিয়সী টি ২০ ক্রিকেটও বাংলাদেশের জয় ছাড়া বিকল্প দেখছি না। তাসকিন ,হাসান মাহমুদ আছে আগুনে ফর্মে। মুস্তাফিজ ফিরছে ছন্দে। বাংলাদেশ চাইলে তাসকিন বা হাসান একজনকে বিশ্রাম দিয়ে শরিফুলকে সুযোগ দিতে পারে।
আমি আজ নাসুমের জাগায় রিশাদকে সুযোগ দেয়ার সুপারিশ করবো। ব্যাটসম্যানরা সবাই আছে ছন্দে। আগে ব্যাটিং করলে ১৯০-২০০ হয়ে যাবে দুটি পার্টনারশিপ হলে।আমি মনে করিনা বাংলাদেশের তুখোড় বোলিং মোকাবিলা করে এবং বিশেষত হরিণ ক্ষিপ্র ফিল্ডিং মোকাবিলায় ১৫০–১৬০ র বেশি করার ক্ষমতা আছে এই আইরিশ দলের।
তবুও সতর্ক থাকতে হবে. দেয়ালে পিঠ রাখা দল ওরা এখন।হারাবার কিছুই আর নেই ওদের। বিন্দুমাত্র শৈথিল্য দেখানোর সুযোগ নেই. সাকিব আইপিএল খেলার জন্য ছাড় পেয়েছে। লিটন মুস্তাফিজকেও ছাড় দেয়ার সুপারিশ করবো। আমি আজ তাওহীদ হৃদয়ের একটি বড় ইনিংস দেখতে চাই।বাংলাদেশিরা বিজয় উৎসব করতেই পারে আজ সন্ধ্যায়। আশা করি বৃষ্টি খেলায় বিঘ্ন ঘটাবে না।