সেরা চারটি দল প্লে অফে (?)
সালেক সুফী।।
আমি সনাতন লাল বল ক্রিকেটের মানুষ। বড়জোর ওডিআই ক্রিকেট দেখি তাও বাংলাদেশ ভালো খেলে তাই। ব্রিসবেন অস্ট্রেলিয়া মদ্ধরাত থেকে সকাল পর্যন্ত আইপিএলের খেলাগুলো হয়। যে দিন দুইটি খেলা থাকে প্রথমটি দেখি। তাহাজ্জুতের নামাজ পড়ে ফজরের নামাজের অপেক্ষায় থাকা অবস্থায় দ্বিতীয় ম্যাচগুলো তুঙ্গে থাকে।
এবারে আইপিএলে রানের ছড়াছড়ি। অনেক ম্যাচে ২০০ প্লাস স্কোর হয়েছে ,স্কোর তাড়া করেও ম্যাচ জয় করেছে কখনো কখনো। আজ গ্রুপ পর্বের শেষ দিনের শেষ ম্যাচ পর্যন্ত নাটকীয়তা ছিল কোন চারটি দল প্লে অফ খেলবে। গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস নিশ্চিত ছিল।আজ প্রথম ম্যাচ জিতে মুম্বাই ইনিডিয়ান্স কোয়ালিফাই করলো এবং দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়ায় আরসিবি ছিটকে পড়লো।
আইপিএলের অনেক ম্যাচ নিয়েই সন্দেহের তীর ছোড়া যায। ধুম ধারাক্কা ক্রিকেট বলিউড বিনোদন দিতে পারে। কিন্তু ক্রিকেট শিল্প কতটা সমৃদ্ধ করে সন্দেহ আছে।আমি মনে করি গুজরাট টাইটান্স , চেন্নাই সুপার কিংস এবং লাখনৌ সুপার গাইন্ট্স যোগ্য দল হিসাবে কোয়ালিফাই করেছে। হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স না হয়ে আরসিবি থাকলে ভালো হতো।
শেষ চারটি দলের যে কোনো দলেরই চ্যাম্পিয়ন হবার যোগ্যতা আছে।আমি ধোনির সমর্থক। চাই ট্রফি হাতে মাহি ক্রিকেটকে বিদায় জানাক।