ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ইনিংস থামলো ২০৯ রানে। টাইগারদের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৮২ বলে ৬ বাউন্ডারিতে ৫৮ রান করেন তিনি। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৩১, তামিম ইকবাল ২৩, মুশফিকুর রহীম ১৬ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
ইংল্যান্ডের ছয় বোলারই উইকেট পেয়েছেন। দুটি করে উইকেট পান জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী এবং আদিল রশিদ। একটি করে উইকেট নেন ক্রিস ওকস এবং উইল জ্যাকস।
javascript:false
দুইশো ছোঁয়ার আগেই ৮ উইকেট নেই বাংলাদেশের
শান্ত-রিয়াদের প্রতিরোধের পর দ্রুতই দুই উইকেট হারালো বাংলাদেশ। আফিফ হোসেন ফিরলেন ৯ রানে। মেহেদী হাসান মিরাজ আউট হলেন ৭ রানে। দলীয় ১৮২ রানেই ৮ উইকেট হারালো বাংলাদেশ।
৪২.৬ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১৮৩ রান।
সুবিধা করতে পারলেন না মাহমুদুল্লাহও
১৫৯ রানে নেই পাঁচ উইকেট। এমন পরিস্থিতিতে দেখেশুনে খেলার বিকল্প ছিল না মাহমুদুল্লাহ রিয়াদের। তবে ধীরে সুস্থে ব্যাট চালিয়েও শেষ রক্ষা হলো না মিস্টার সাইলেন্ট কিলারের। ৪৮ বলে ৩ বাউন্ডারিতে ৩১ রান করে ফিরলেন তিনি। ৩৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৮ রান।
ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকিয়ে শান্তর বিদায়
২১ টেস্ট খেলে ২ সেঞ্চুরি এবং ৩ ফিফটি নাজমুল হোসেন শান্তর। টি-টোয়েন্টিতে শতকের দেখা না পেলেও পঞ্চাশের ঘর ছুঁয়েছেন দু’বার। তবে ১৫টি ওয়ানডে খেলে একবারও ফিফটি করতে পারেননি এই টাইগার ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে নিজের ১৬তম ম্যাচে ফিফটির দেখা পেলেন শান্ত। ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়ে অবশ্য বেশিদূর এগোয়নি শান্তর ইনিংস। ৮২ বলের ধীর গতির ইনিংসে ৬ বাউন্ডারিতে ৫৮ রান করে আদিল রশিদের শিকার হন তিনি। ৩৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান বাংলাদেশের।
শান্তর হাফসেঞ্চুরি
ইংলিশদের বিপক্ষে টাইগারদের প্রথম চার ব্যাটারের কেউই ছুঁতে পারেননি ত্রিশের কোঠা। দশের নিচে আউট হয়েছেন দু’জন। সতীর্থদের ব্যর্থতার দিনে উজ্জ্বল নাজমুল হোসেন শান্ত। ইতোমধ্যে ফিফটি হাঁকিয়েছেন তিনি। ৭১ বলে ৫ বাউন্ডারিতে ৫১* রান শান্তর। তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৩১ বলে ১ বাউন্ডারিতে ১৫* রান এই ডান হাতির। ৩২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৬ রান।
দশের ঘর ছুঁতে পারেননি সাকিব
দলীয় ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। দলীয় সংগ্রহে মাত্র ১১ রান যোগ করতেই চতুর্থ উইকেটটিও হারালো টাইগার বাহিনী। ২২.৪ ওভারে মঈন আলীর বল খেলতে গিয়ে বোল্ড হন সাকিব আল হাসান। ১২ বলে ১ ছক্কায় ৮ রান করেন তিনি। ২৪.১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১০ রান বাংলাদেশের।
শান্তর উজ্জ্বল ব্যাটিংয়ে শতরান ছাড়ালো বাংলাদেশ
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) নৈপুণ্য দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সদ্য শেষ হওয়া আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। এবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ছন্দ দেখাচ্ছেন এই ব্যাটার। শান্তর নান্দনিক ব্যাটিংয়ে বাংলাদেশের দলীয় সংগ্রহ পেরিয়েছে ১০০’র কোঠা। ২১.২ ওভার শেষে ৩ উইকেটে টাইগারদের সংগ্রহ ১০১ রান। ৪২ বলে ৫ বাউন্ডারিতে ৩৮ রান নিয়ে ক্রিজে আছেন শান্ত। ১০ বলে ৬* রান সাকিব আল হাসানের। এর আগে ৩৪ বলে ১ ছক্কায় ১৭ রান নিয়ে ফেরেন মুশফিকুর রহীম।
আশা জাগিয়ে ফিরলেন তামিম
নান্দনিক ব্যাটিংয়ে বাইশ গজে প্রত্যাবর্তনটা রাঙাচ্ছিলেন তামিম ইকবাল। ওয়ানডে মেজাজে বড় করছিলেন ইনিংস। তবে মার্ক উডের বলে দুর্ভাগ্য বরণ করতে হলো টাইগার অধিনায়ককে। উডের করা ৯.৩ বল খেলতে গিয়ে ইনসাইডেসের শিকার হন তামিম। ফেরার আগে ৩২ বলে ৪ বাউন্ডারিতে ২৩ রান করেন তিনি। ৯.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫২ রান। ১২ বলে ১২ রান নিয়ে ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত।
থিতু হতে পারলেন না লিটন
সাবধানী শুরু করেছিলেন লিটন দাস। ১০ বল খেলে করেছিলেন মাত্র ১ রান। ১১তম বলে ছক্কা হাঁকিয়ে সমর্থকদের মনে জাগিয়েছিলেন আশা। তবে লিটনের ধীর গতির ইনিংস দীর্ঘায়িত হয়নি। ৫ম ওভারের পঞ্চম বলে ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ১ ছক্কায় ৭ রান করেন তিনি। ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৩ রান।
তামিমের শাসন, লিটনের সাবধানী শুরু
২০২২ সালের আগস্টে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেন তামিম ইকবাল। প্রায় ছয় মাস পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন টাইগার অধিনায়ক। অন্যদিকে সাবধানে ব্যাট করছেন আরেক ওপেনার লিটন কুমার দাস। ৪ ওভারে বিনা উইকেটে ২৭ রান তুলে ফেলেছে বাংলাদেশ। ১৬ বলে ৩ বাউন্ডারিতে ১৭* রান তামিমের। ১০ বলে ১ রান লিটনের।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড। ইতোমধ্যে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।