কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও সংঘর্ষ চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানদার আবু সায়েদ নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকি আল ফারাবী এ তারিখ ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি (ডিএমপি) প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিএমপি যুগ্ম কমিশনার মো. বিপ্লব কুমার সরকার।গত ১৩ আগস্ট ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মোহাম্মদপুরের বাসিন্দা এসএম আমির হামজা শাতিল হত্যা মামলাটি দায়ের করেন ।


৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া এটাই প্রথম মামলা।অভিযোগকারীর আইনজীবী মামুন মিয়া বলেন, ‘মামলায় নাম উল্লেখ না করে উচ্চপদস্থ পুলিশ ও সরকারি কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।অভিযোগকারী সায়েদের আত্মীয় নন। তিনি স্বেচ্ছায় মামলা করেছেন।’নিহত সায়েদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায়।

এছাড়াও গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হাসিনাসহ নয়জনের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আরেকটি অভিযোগ দায়ের করা হয়।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20
6 thoughts on “হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৫ সেপ্টেম্বর”
  1. أنابيب النحاس في العراق في مصنع إيليت بايب، نفخر بكوننا أحد الموردين الرائدين لأنابيب النحاس في العراق. تُصنع أنابيب النحاس لدينا وفقًا لأعلى المعايير، مما يوفر توصيلًا استثنائيًا ومقاومة للتآكل. هذه الأنابيب مثالية لأنظمة السباكة، والتدفئة، والتبريد، حيث توفر أداءً موثوقًا في كل من البيئات السكنية والصناعية. تضمن تقنيات الإنتاج المتقدمة لدينا أن كل أنبوب نحاسي يلبي معايير الجودة الصارمة، مما يعزز مكانتنا كخيار أول للجودة والموثوقية. تعرف على المزيد حول أنابيب النحاس لدينا بزيارة موقعنا الإلكتروني على ElitePipe Iraq.

  2. أنابيب الصلب الكربوني المستخدمة لنقل المياه عالية الحرارة هي أيضًا إحدى علامات الجودة في مصنع إيليت بايب. تم تصميم هذه الأنابيب لتحمل الظروف القاسية، مما يوفر أداءً موثوقًا في البيئات المتطلبة. بفضل سمعتنا في التميز في العراق، يمكنك الوثوق بأن أنابيب الصلب الكربوني لدينا مصنوعة وفقًا لأعلى المعايير. تعرف على المزيد عبر elitepipeiraq.com.

  3. Ethics Committee report on medical care and research in 1997 results on clinical application of in vitro fertilization and embryo transfer in 1996 and a list of registered institutions as of March 1998 priligy dapoxetine buy Sepsis Bundle Finished lactate repeated, blood cultures drawn, empiric antibiotics vancomycin and piperacillin tazobactam, respiratory viral panel swab collected, crystalloids held given obvious heart failure

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)

Facebook20
YouTube20
Instagram20
20