আসিফ আকবর।।
আর ঐদিকে আমাদের ১৪ বছর বয়সী হাফেজ সালেহ্ আহমাদ তাকরীম আরো একটি অনন্য রেকর্ডের জন্ম দিয়েছে। দুবাইতে সদ্য সমাপ্ত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের লালসবুজ পতাকার জন্য বিরল সম্মান বয়ে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ …
বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি বাংলাদেশী হাফেজগণ বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতার প্লাটফর্মে দূর্দান্ত ফলাফল নিয়ে আসছে দেশের জন্য। স্যালুট জানাই আপনাদের…
টাঙ্গাইলের হাফেজ আবদুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান হাফেজ তাকরীমের শিক্ষা প্রতিষ্ঠানের নাম- মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী, মোহাম্মদপুর, ঢাকা।
হাফেজ ক্বারী সালেহ আহমাদ তাকরীমের এই বিশ্বজয়ে আমরা গর্বিত। অভিনন্দন তাকরীম… পবিত্র রমজান মাসে তোমার এই সফলতা নিশ্চয়ই দেশের মানুষের জন্য অনেক স্বস্তির এবং গর্বের। তোমার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি।
ভালবাসা অবিরাম…