সংসার সুখের হয় রমনীর গুনে।সত্যি সত্যিই আমার স্ত্রীর অবদান আমার জীবন এ শতভাগ।তার গুণ বলে শেষ করা যাবেনা আর আমার দুর্বল দিক বলে শেষ করা যাবেনা। আমি খুব বেশি ভীরু প্রকৃতির সাথে ইন্ট্রোভার্টাড,শুধু তাই নয় অন্যায়কে চরম ভাবে ঘৃনা করি, কিন্তু প্রতিবাদ করতে পারিনা।জোকস,দুষ্টামি এগুলো সহজে বুঝতে পারিনা।যে যা-ই বলে সেটাই সিরিয়াসলি নেই ফলে জীবন এ হাজারো কষ্ট ও সমস্যা হয়েছে।

আবার আল্লাহ তাআলাই আমাকে উদ্ধার করেছেন।আর আমার স্ত্রী বিয়ের শুরু থেকে এখন অবধি আমার উপর কেউ অন্যায় ভাবে আঘাত করলে তার প্রতিবাদ করেছে আরো কঠিন ও বজ্রকন্ঠে।এ-ই জন্য আমার বউ এর কাছে চিরকৃতজ্ঞ থাকবো।

আজ ৭ ই মে আমার বউ এর জন্মদিন।অন্তরের অন্তস্তল থেকে অনেক বেশি ভালোবাসা ও শুভেচ্ছা ও দোয়া করি যেনো মৃত্যু অবধি আমার উপর কেউ অন্যায় করলে তার প্রতিবাদ আমার হয়ে করতে পারে৷ আর আমার বউ এর বাকি জীবনটা কাটুক অনেক বেশি ভালোভাবে।সুন্দর ভাবে ও আরামের সাথে।২০ বছর হয়ে গেলো বিয়ের বয়স।সেই বিয়ের শুরু থেকে এখন অবধি গভীর কষ্ট ও সমস্যার মাঝে ডেন্টাল কলেজ থেকে ফার্স্ট প্রফেশনাল এক্সাম থেকে ফাইনাল প্রফেশনাল এক্সাম কৃতিত্বের সাথে পাশ করা সেই সাথে সন্তানের লালন-পালন করা,তারপর- পিজিটি,বিসিএস,এম.এস কোর্স এ ঢুকা,বিসিএস ফাউন্ডেশনের ট্রেনিং সহ ডিপার্টমেন্টের পরীক্ষা সহ হাজারো পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করা। পুরো জার্নিতে চেষ্টা করেছি যতটা সম্ভব মোটিভেট করাসহ সহযোগিতা করা।

তবে শতভাগ কৃতিত্ব আমার বউ এর সেই সাথে পুরো সংসার এর শতভাগ দায়িত্ব পালন করা সহ দুই বাচ্চার পড়াশোনা সহ খাওয়া- দাওয়ার যত্ন নেওয়া সব মিলিয়ে শতভাগ ডেডিকেটেড ফর স্বামী ও সংসার নিয়ে সেই সাথে নিজে একটা অনেক পরিশ্রম করে দোয়ার বই লিখে ফেলা,যেখানে সকল ধরনের কঠিন বিপদ থেকে উদ্ধার পাওয়ার দোয়া লিখা আছে।আমার ইচ্ছে ছিলো বই আকারে বের করে দিবো কিন্তু সময় ও সুযোগ হয়নি।

আজ আমার বউ এর জন্মদিন এ আবারো অনেক বেশি ভালোবাসা সহ শুভেচ্ছা ও অনেক অনেক অনেক বেশি দোয়া রইলো যেনো আল্লাহ তাআলা আমার বউ এর বাকি জীবনটা অনেক বেশি ভালো রাখেন ও আরামে ও আনন্দের মাঝে রাখেন—- হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে টো মাই দিয়ারেস্ট লাইফ পার্টনার…. বি হ্যাপি টুডে এন্ড অলওয়েজ… মায় বেস্ট উইসেস এন্ড দোয়া ফর মায় দিয়ারেস্ট ওয়াইফ …

লেখক: ডাক্তার কামরুল আহসান তানিম