নিজস্ব প্রতিবেদক ।।
নিবার বেলা ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯৮ বছর। রহিমা ওয়াদুদ পেশায় ছিলেন শিক্ষিকা। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রোববার সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমাকে দাফন করা হবে।
দীপু মনির বাবা বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রখ্যাত ভাষাসৈনিক আব্দুল ওয়াদুদ পাটোয়ারী ইন্তেকাল করেন ১৯৮৩ সালে। মহিয়সী নারী রহিমা ওয়াদুদ, স্বামী জীবিত থাকাকালে তার পাশে থেকে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে যেভাবে সহযোগিতা করেছেন, তার মৃত্যুর পর দীপু মনি সহ দুই সন্তানকে যোগ্য করে গড়ে তুলতেও কঠোর পরিশ্রম করেছেন।
রহিমা ওয়াদুদের মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।