নিরাশ হয়োনা যদি মুমিন হও ——- আমি,আপনি আমরা কেউ হতাশার ঊর্ধ্বে নয়।।শয়তান এর কাছে সবাই ধরাশায়ী হয়ে হতাশ হয়ে যাই।। কিন্তু পবিত্র কুরআন মজিদ এ সুস্পষ্ট ভাবে আল্লাহ তায়ালা বলেন যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।।সুস্থতা আল্লাহ তায়ালা র সর্বশ্রেষ্ঠ নিয়ামত।। যিনি এ-ই মুহূর্তে সুস্থ সে কিন্তু সেটা উপলব্ধি করতে পারেনা!! আর আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মজিদ এ সুস্পষ্ট ভাবে বলেন যে,,নিশ্চয়ই আমি তোমাদের কে পরীক্ষা করবো কারো ভয় প্রদর্শন করে, কারো ফল-ফসল ক্ষতির মাধ্যমে।।।এক কথায়,আমি,আপনি,আমরা সবাই পরীক্ষা হলে বসে আছি।। পরীক্ষক ও বিচারক একমাত্র মহান আল্লাহ তায়ালা। আর তাই তো সুরা ত্বীন এ সুস্পষ্ট ভাবে আল্লাহ তায়ালা বলেন যে আল্লাহ তায়ালা র চেয়ে সর্বশ্রেষ্ঠ বিচারক আর কে আছে??? দুনিয়ার বিচারক বা শাসকদের ভয়ে আতংকিত?? আল্লাহ তায়ালা ভয়ে আমাদের কি করা উচিৎ??? আর কি করছি?? আল্লাহ তায়ালা নবীদেরকে আল্লাহ তায়ালা নিঃসন্দেহে অনেক বেশি ভালোবাসতেন।! তাদের জীবনে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে কি হয়নি??? কোনো নবী ১২ বছর শরীর পচন রোগে ভুগেন,, কোনো নবী তিমি মাছের পেটে চলে গিয়েছেন,কোনো নবীকে দ্বিখণ্ডিত করা হয় নীরবে আল্লাহ তায়ালা র হুকুমে মৃত্যু বরন করেন।কোনো নবীর সন্তানকে কোরবানি দিতে হয়।।আমাদের সর্বশেষ নবীর সারা জীবনটাই কষ্টের ও বিভিন্ন যুদ্ধের ও পরীক্ষার উপর দিয়ে পাড়ি দিতে হয়??? মহান আল্লাহ তায়ালা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।।।মহান রব্বুল আলামীন যখন কাউকে কষ্ট দেন অবশ্যই তার বিনিময়ে তার গুনাহ মাফ করে দিবেন তবে সেই মুহূর্তে তার ঈমান মজবুত থাকতে হবে।আল্লাহ তা আলা র উপর ১০০% বিশ্বাস করতে হবে ও ভরশা রাখতে হবে।। আমি গতো দুই সপ্তাহ ধরে কাঁধ এ-র ব্যাথায় একটু পেরেশানির মধ্যে আছি। তবুও কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ তায়ালা র কাছে। আলহামদুলিল্লাহ্।।আল্লাহ তা আলা এর চেয়েও বেশি কঠিন পরীক্ষা নিতে পারতেন!!! আল্লাহ তায়ালা আমাকে আপনার উপর ভরশা করার ধৈর্য্য ও পরিপূর্ণ ঈমান মজবুত যেনো রাখেন।।।সবার কাছে বিনীত ভাবে অনুরোধ আমার জন্য দোয়া করবেন।। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা র রহমতে ও সবার দোয়ায় যেনো মরন অবধি মোটামুটি সুস্থ ভাবে জীবন যাপন করতে পারি,,এটাই একমাত্র চাওয়া মহান রব্বুল আলামীন আপনার কাছে!!! আমার আম্মা ও আব্বা কে দেখেছি মৃত্যুর পূর্বের আগের কিছু সময় কষ্ট করতে?? সব কিছু আল্লাহ তায়ালর ইচ্ছে।

সুত্র — ডাক্তার এ,কে,এম,কামরুল আহসান ( তানিম). কনসালটেন্ট — কুমিল্লা চক্ষু হাসপাতাল।,আলেখারচর