নিজস্ব প্রতিবেদক ।।
রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ার এর আগরতলা পিকনিক কাম বিদেশে ভ্রমন পর্ব দুই দিন ব্যাপি।মে মাসের ৪ ও ৫ তারিখ। কুমিল্লা ঈশ্বর পাঠশালার ছাত্র ছিলেন এমন অনেক ছাত্র যাঁরা আগরতলায় থাকেন।তাদের প্রচেষ্টায় আগরতলাতে একটি স্কুল চালু করেন।সেই স্কুলের নামও ঈশ্বর পাঠশালা।তাদের নবান্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ার এর সকল সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।
সেখানে তাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে বিশেষ ভাবে অনুরোধ করা হয়।President of রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ার এর রোটারিয়ান প্রফেসর শহিদুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে,IPP রোটারিয়ান নাছিরুল ইসলাম মজুমদার এর সার্বিক ব্যবস্থাপনায়,President elect রোটারিয়ান ডাক্তার এ,কে,এম, কামরুল আহসান।(তানিম) ।
Secretary elect রোটারিয়ান মশিউর রহমান মজুমদার সহ রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ার এর আরও কিছু রোটারিযান সদস্য -রোটারিয়ান এডভোকেট ইমরান,রোটারিয়ান রবিউল।
রোটারিযান কিডস অফ কুমিল্লা সানফ্লাওয়ার এর আয়মান আহ্সান (নুহান)।রোটারিয়ান ডেন্টাল ডাক্তার মিজানুর রহমান এছাড়াও রোটারি ক্লাব অফ কুমিল্লা মিডটাউন এ-র PP সহ রোটারি ক্লাব অফ কুমিল্লা লাংগলকোট এর PP ও রোটারিয়ান হক ভাই নতুন সদস্য রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ার এ-র। সকলের সহায়তায় সুন্দর একটা পিকনিক কাম বিদেশ ভ্রমন পর্ব সম্পাদিত হয়।