কুমার সাঙ্গাকারাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। রাজস্থান রয়্যালসের কোচ ডাগআউটে বসেই দলের খেলোয়াড়দের দ্রুত বল করার তাগাদা দিচ্ছিলেন। কারণটা অনুমেয়ই। মন্থর ওভার রেটের কারণে রাজস্থান যে শাস্তি পেতে চলেছে, সেটা সাঙ্গাকারা আগেভাগেই বুঝতে পেরেছিলেন।

শেষ পর্যন্ত হলোই তা–ই। আবেশ খান শেষ ওভারে বোলিংয়ে আসার আগে নির্ধারিত সময়ের চেয়ে ৫ মিনিট পিছিয়ে ছিল রাজস্থান। শাস্তিস্বরূপ, ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র ৪ ফিল্ডার রেখে বল করতে হলো আবেশকে। আর এই সুবিধার ফায়দা পুরোপুরি তুললেন রশিদ খান। অফসাইডের অনেকটাজুড়ে ফাঁকা পেয়ে শেষ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারলেন আফগান তারকা। তাতে গুজরাট টাইটানস পেয়ে গেল এবারের আইপিএলের তৃতীয় জয় আর রাজস্থানকে দিল প্রথম হারের স্বাদ।

ঘরের মাঠ জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগের ফিফটিতে ৩ উইকেটে ১৯৬ রান তুলেছিল রাজস্থান। গুজরাট লক্ষ্য টপকে গেল ৩ উইকেট হাতে রেখে।