সম্পাদাকীয় প্রতিবেদক।।
এতদিন একটুকরো মাটি নিয়ে একটি টবেই ছিল তার বাসস্থান। সবে মাত্র তাকে টব থেকে বের করে বিস্তৃত জমীনে রোপন করা হলো। মা’ এটি এখনই ফল দিতে সক্ষম নয় । আর মা’ আপনিতো জানেন, একটি চারা গাছ ফল দিতে হলে আগে তাকে বেড়ে উঠতে হয়, আর তার বেড়ে উঠার জন্য জরুরি উপযুক্ত আলো-বাতাস, মাটি-পানি , সার ইত্যাদি। এগুলো ছাড়া একটি চারাগাছ কখনো বেড়ে উঠতে পারে না। মোট কথা একটি গাছের জন্য যা যা প্রয়োজন, তা যদি সে ঠিক মতো পেয়ে যায় তাহলে, গাছটি খুব সহজেই বেড়ে উঠে এবং ভালো ফল দেওয়া শুরু করে। অন্যথায় আশানুরূপ ফল পাওয়া যায় না। কেউ যদি কোনরূপ পরিশ্রম ছাড়াই চারা গাছ লাগিয়ে ফলের আশা করে, তবে এটা নিছক বোকামি বৈ কিছুই না।
একটি গাছের পিছনে সে পরিমাণই পরিশ্রম করতে হয়, যে পরিমাণ ফলের সে আশা করে।
মা’ এটি আমারই একটি চারা গাছ। আমার এই চারা গাছকে আপনার জমীনে রোপন করলাম, আল্লাহ চাহে তো এর সব ফলই আপনার হবে ইনশাআল্লাহ, তবে এই গাছটি এখনই ফল দেওয়ার উপযোগী নয়। তবে উপযোগী করে গড়ে তোলার দায়িত্ব আপনার । আমি চাইবো আপনি এর থেকে এমন ফলের আশা করুন, যেমন আশা করে ছিলেন আপনার শাশুড়ি থেকে। আমি চাইবো আপনি তাকে সে ভাবেই যত্ন নিন, যেমনটি আশা করেন আপনার মেয়ের ব্যপারে তার শাশুড়ি থেকে। মা’ আশা করি আমি কখনো নৈরাশ হবো না ইনশাআল্লাহ।
আর দোয়া চাই আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবনে অনাবিল সুখ- শান্তি দান করেন আর আপনার মনের সকল নেক মাকসাদ পূর্ণ করেন। আমিন।