সরকারি চাকরি বিধির তোয়াক্কা না করে বিনা ছুটিতে চীন সফর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন-১) শারমিন জাহান। পরবর্তীতে নিয়ম বহির্ভূতভাবে অনুমোদন করিয়েছেন সেই ছুটি। যদিও আনুষ্ঠানিকভাবে ছুটির অনুমোদন মেলে দেশে ফেরার ১ মাস পর।

শুধু তাই নয় শারমিন জাহানের শিক্ষা ছুটির ব্যবহার নিয়েও উঠেছে প্রশ্ন। সর্বোচ্চ ৬ বছরে ডিগ্রি সম্পন্ন করার নিয়ম থাকলেও ৮ বছরেও ডিগ্রি শেষ করতে পারেননি তিনি। অথচ সম্প্রতি ‘মানবিক বিবেচনায়’ ডিগ্রির সনদ জমা দেয়ার সময় বাড়াতে আবেদন করেছেন। অবশ্য ৮ বছরের মধ্যে তিনি দুই বছর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ছিলেন। করোনার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাস্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে জেল খাটায় তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয় ঢাবি প্রশাসন।

আবার সরকারি চাকরিজীবীদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাবেক এ ছাত্রলীগ নেত্রী। জানা গেছে, ৭ই জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে চীনে যান। একই সময়ে শারমিন জাহানও চীন সফর করেন। তার আগে ৪ঠা জুলাই চার দিনের ছুটি চেয়ে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন তিনি।

কিন্তু প্রশাসন সে সময় তার ছুটি অনুমোদন করেনি। আনুষ্ঠানিকভাবে ছুটি মঞ্জুরের নথি না পেলেও ক্ষমতা দেখিয়ে চীনে চলে যান তিনি। যোগ দেন বাংলাদেশি ডেলিগেটদের সব ইভেন্টে। এক্ষেত্রে বাধা হয়নি নিরাপত্তা ইস্যুও। এরপর দেশে ফিরে শেখ হাসিনার সফর সঙ্গী হয়েছেন এমন তথ্য দিয়ে ছুটি মঞ্জুর করে নেন বলে অভিযোগ। শেখ হাসিনার পতনের পর ব্যাকডেটে তার সেই ছুটি অনুমোদন করেন সাবেক ভিসি। কিন্তু রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখা নিয়ম মেনে সেটি নথিভুক্ত করে ৭ই আগস্ট। আর ছুটি অনুমোদনের চিঠি তাকে দেয়া হয় ১৪ই আগস্ট।

এদিকে ৫ বছর বেতনসহ ও এক বছর বিনা বেতনে শিক্ষা ছুটির নিয়ম থাকলেও শারমিন জাহান ৮ বছরেও শেষ করতে পারেননি ডিগ্রি। গত ২৫ই জুন তার ডিগ্রির সনদ জমা দেয়ার শেষ সময় ছিল। নতুন করে সনদ জমা দেয়ার সময় বৃদ্ধির আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ৬ বছরে যদি কেউ সনদ জমা দিতে ব্যর্থ হন তাহলে তিনি ৫ বছর বেতন ভাতা সহ ভোগ করা সমপরিমাণ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা দেবেন। এ ক্ষেত্রে তার কাছে বিশ্ববিদ্যালয় ৪০ লাখের অধিক টাকা পেতে পারেন বলে জানা গেছে।

এর আগে ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের ঘটনায় অভিযুক্ত হয়ে সাময়িক বরখাস্ত হন শারমিন জাহান। তবে অভিযোগ অস্বীকার করে শারমিন জাহান বলেন, চিঠি ১৪ই আগস্ট পেলেও আমার ছুটির অনুমোদন হয়েছে আগে। তারপরই আমি চীনে গিয়েছি। আর নিয়মিত যাতায়াত করায় আমার কাছে এনওসি-ও চাওয়া হয় না। অনেক সময় আমি নিজেই এনওসি দেখাই। যে ডকুমেন্ট দেখিয়ে তিনি বিদেশ ভ্রমণ করেছেন সেই অনুমোদিত কপি চাইলে সরবারহ করতে পারেননি শারমিন জাহান। বলেন, এটা আমার অফিস ফাইলে আছে। আর মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় সফট কপি হারিয়ে গেছে।

এ ছাড়া ডিগ্রির সনদ জমার সময় বৃদ্ধির আবেদনের বিষয়ে শারমিন জাহান বলেন, কোভিড পরবর্তী আমার জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এ কারণে ডিগ্রিটি সময়মতো শেষ করতে পারিনি। এ ছাড়া ২০২০ সালের ১৬ই মার্চ অফিসে যোগদান করলেও সেটি অনুমোদন করা হয়নি। এরমধ্যে মামলা থেকে খালাস পাওয়ার পর ২০২২ সালে ৭ই জুন যোগদানের আবেদন করি। যেটি ১৫ই সেপ্টেম্বর অনুমোদন দিয়েছে প্রশাসন। তারা সেই সময় পিএইচডির সনদ অথবা টাকা ফেরতের কথা বলে।

এ ছাড়া মাস্ক কেলেঙ্কারিতে জেল খাটার বিষয়ে তিনি বলেন, এটি মিথ্যা মামলা ছিল। আমার কোনো ব্যবসা নাই। সেটি আমার স্বামীর। ব্যক্তি কাজে চীনে গিয়ে নিরাপত্তা ডিঙিয়ে রাষ্ট্রীয় প্রতিনিধিদলের অনুষ্ঠানে কীভাবে অন্তর্ভুক্ত হলেন- এমন প্রশ্নে বলেন, আমার ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে সেসব অনুষ্ঠানে যোগ দিয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20
65 thoughts on “‘বিনা ছুটিতে’ ঢাবি কর্মকর্তার বিদেশ ভ্রমণ”
  1. Хотите быстро войти в любимое казино? Используйте слотокінг вхід для мгновенного доступа к азартным играм. Начните выигрывать уже сегодня и наслаждайтесь игрой без ограничений!

  2. Для тех, кто ищет проверенного букмекера, фаворит предлагает простую регистрацию и широкие возможности для ставок. Здесь легко выбрать свои любимые команды и насладиться азартом от игры.

  3. Быстрый и простой доступ через favbet вход позволяет вам моментально войти в личный кабинет и начать игру. Зарегистрируйтесь и получите доступ к бонусам и акционным предложениям для новых игроков.

  4. Доступ к любимым ставкам не должен зависеть от внешних факторов. зенитбет зеркало позволяет быть на связи в любое время, что делает игру намного удобнее и свободнее для настоящих любителей беттинга.

  5. Ваши ставки на победу с зенитбет букмекерская. Платформа, которая открывает все спортивные горизонты, предлагает массу возможностей для любителей азарта. Легко, просто и всегда доступно — начните выигрывать уже сегодня!

  6. [URL=https://zenitbet.guru/ru/zerkalo-leonbets/]Зеркало leonbets[/url] обеспечивает высокую доступность сервиса, позволяя игрокам не упускать выгодные ставки. Использование зеркал становится особенно важным для пользователей, которые активно участвуют в ставках и желают быть в курсе всех актуальных событий.

  7. Сегодня у вас есть шанс делать ставки без каких-либо преград. Узнайте, как легко воспользоваться зенитбет зеркало на сегодня! С этим зеркалом вам не придется переживать о временных ограничениях доступа. Всегда оставайтесь на шаг впереди, чтобы наслаждаться любимыми матчами и соревнованиями. Ваши ставки всегда будут в безопасности!

  8. buy priligy 30 mg x 10 pill Reports of necrotizing fasciitis of the perineum Fournier s gangrene, a rare but serious and life threatening necrotizing infection requiring urgent surgical intervention, have been identified in postmarketing surveillance in patients with diabetes mellitus receiving SGLT2 inhibitors

  9. Использование рабочее зеркало леон позволяет беттерам оставаться в курсе всех событий и делать ставки, не теряя времени. Это зеркало обеспечивает надежный доступ к ресурсам конторы, что способствует повышению удобства использования платформы.

  10. Когда дело касается окон, OknaAlum не знает равных! Мы — профессионалы, которые создают оконные решения высочайшего уровня, обеспечивая прочность, теплоизоляцию и стиль. Наши специалисты — эксперты с опытом, готовые предложить вам только лучшее. Заходите на сайт oknaalum.ru и выбирайте окна, которые не нуждаются в дополнительной рекламе — их качество говорит само за себя.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)

Facebook20
YouTube20
Instagram20
20