স্পোর্টস ডেস্ক।।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এশিয়ান ফুটবল কনফেডারেশনের তিনটি ভিন্ন ভিন্ন কমিটির সদস্য মনোনীত হয়েছেন। এই কমিটির মেয়াদ ২০২৩-২০২৭ সাল পর্যন্ত।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এএফসি কম্পিটিশন্স কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন৷ বাফুফে সভাপতি ফিফা টেকনিক্যাল কমিটি, ফিফা মার্কেটিং অ্যান্ড টিভি রাইটস কমিটি, এএফসি সোস্যাল রেসপন্সিবিলিটি কমিটি ও এএফসি ইন্টারনাল অডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ এএফসি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির সদস্য হয়েছেন। নাবিল আহমেদের সঙ্গে এএফসি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটিতে মিয়ানমার, থাইল্যান্ড, বাহরাইন, চীন, গুয়াম, কোরিয়ান রিপাবলিক, মালয়েশিয়া, কাতার ও উজবেকিস্তানের প্রতিনিধিরা রয়েছেন। ইতোপূর্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি কাজী নাবিল আহমেদ এএফসি ফুটসাল ও বিচ সকার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এএফসি মার্কেটিং কমিটির সদস্য হিসেবে আবারও জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের তিন জন স্ট্যান্ডিং কমিটিতে থাকলেও নির্বাহী কমিটিতে রয়েছেন একমাত্র বাংলাদেশি মাহফুজা আক্তার কিরণ।