সালেক সুফী।।
বাংলাদেশ মিডিয়ায় সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা আলোচনার ঝড় তুলেছে। এমনিতেই সামাজিক বিবর্তনের কারণে দেশে এখন বিপুল সংক্ষক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া। অনিয়ন্ত্রিত সামাজিক মিডিয়াও অনেক সরব।আর তাই ঘটনা দুর্ঘটনা আর আলোচনা সমালোচনার কমতি বা খামতি নেই.।রাজনীতি, অর্থনীতি ,জ্বালানি সংকট এগুলোর পাশাপাশি আমলাদের স্যার সম্বোধন, বিচারকের স্কুল পড়ুয়া মেয়ের কৌলিন্য দাবি পরবর্তী বিচারক মায়ের বাড়াবাড়ি , স্বাধীনতা দিবসে একটি শীর্ষ স্থানীয় দৈনিকের স্পর্শকাতর শিরোনামে সংবাদ প্রকাশ এবং সেটি বিতর্কিত করে আরেকটি ইলেকট্রনিক মিডিয়ায় সত্য প্রকাশের প্রয়াস।
ক্রিকেট তারকা সাকিব আল হাসানের নানা অর্জন -বিতর্ক , পুলিশ অফিসার খুনের অভিযুক্ত খুনির দুবাইতে স্বর্ণ ব্যাবসায়ী বনে যাওয়া থেকে ইন্টারপোলে রেড এলার্ট তালিকায় নাম আসা। সম্প্রতি আলোচনায় মিডিয়ায় আলোচিত হিরো আলমের জনপ্রিয়তা নিয়ে নানা জনের নানা কথা। পবিত্র রমজান মাসেও অনেক স্থুল বিষয়ের পাশাপাশি কিছু সুক্ষ আলোচিত বিষয় নিয়ে ভাবনার অবকাশ আছে।
সরকারি কর্মকর্তারা রাষ্ট্রের বেতনভুক্ত চাকর। চাকুরীরত সবাই চাকর , সাধারণ জনগণ দেশের মালিকানা পায় নি বিধায় চাকররা নিজেদের সেবক না ভেবে মুনিব ভাবছে। এই মনোভাবের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সরকারের আমলা তোষণ নীতি দায়ী। দেখলাম সরকারি কর্মকর্তা এবং বিচারক দুইজনকেই তড়িৎ ব্যবস্থা গ্রহণের মাদ্ধমে পরিস্থিতি সামাল দেয়া হলো।সরকারি কর্মকর্তারা নিজেদের সেবক ভাবলেই তারা যথাযথ সম্মান পাবেন। স্বাধীন দেশে ৫২ বছরে ঔপনিবেশিক মনোভাব চিরতরে পরিহার না হওয়া রাজনৈতিক সরকারের ব্যার্থতা।
আর হিরো আলম একজন নাগরিক হিসাবে তার কাজ নিয়ে জনপ্রিয়তা অর্জন করলে অন্য কারো মাথা ব্যাথার কারণ হতে পারে না। আমি বিষয়টি নিয়ে আরেক জনপ্রিয় সাংস্কৃতিক কর্মী চঞ্চল চৌধুরীর প্রণিধান যোগ্য কিছু প্রাসঙ্গিক কথা শুনলাম। সমাজে রুচি সৃষ্টির জন্য অগ্রসরমান মানুষদের নিজ নিজ অবস্থানে থেকে অনেক কিছুই করার আছে।
আর সবচেয়ে বিতর্কিত প্রসঙ্গের অবতারণা করেছে একটি প্রধান দৈনিক দ্রব্য মূল্য নিয়ে একটি শিশুকে উধৃত করে সংবাদ ছাপিয়ে। সবাই জানে বৈষয়িক সংকট আর ব্যাবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের উচ্চ মূল্য। কিন্তু তাই বলে একটি অবুঝ শিশুকে মডেল বানিয়ে চটকদার মিথ্যা সংবাদ প্রকাশ দায়িত্বশীল সাংবাদিকতার পরিচায়ক নয়।যাহোক সংশ্লিষ্ট পত্রিকা ভুল স্বীকার করে সংবাদ তুলে নিয়েছে।
বাংলাদেশ কিন্তু একটি কঠিন সময় পার করছে। বৈষয়িক সংকট এবং নিজেদের কিছু ভুলের ফলশ্রুতি সময়ে সামাজিক বিষয়গুলো নিয়ে সচেতন প্রতিক্রিয়া যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে. সবকিছুর উপর দেশ ,জনগণ। উন্নয়নের দ্রুতগামী হাইওয়েতে দুর্ঘটনা ঘটলে পরিণতি ভয়াবহ হবে।