সালেক সুফী ।।
আজ ৩ মার্চ ২০২৩। বাংলাদেশিদের কাছে মার্চ মানেই অগ্নিঝরা দিন।১৯৭১ এই দিনে ঢাকায় আজিমপুর ছিলাম। সকাল থেকেই বলাকা ভবনের আসে পাশে বাংলাদেশের পতাকা বানানোর ধুম। দর্জিকে দিয়ে বাংলাদেশের পতাকার ঢঙে পাঞ্জাবি বানিয়েছিলাম। আজ ৫২ বছর পর জীবনের গোধূলী বেলায় প্রবাসে অস্ট্রেলিয়ায়। ঢাকায় আজ মীরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড দলের বিরুদ্ধে বাঁচা মরার লড়াই। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ যুদ্ধ করে হেরেছে ৩ উইকেটে। আজ সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প নেই। পারবে কি বাংলাদেশ নিজেদের সেরা দিয়ে ঘুরে দাঁড়াতে। প্রয়োজন সেই ৩ মার্চ ১৯৭১ আমাদের তরুণ বয়সের অগ্নিকঠিন জয়ের নেশা।
ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন দল। ২০১৯ ওডিআই বিশ্বকাপ আর ২০২২ টি ২০ বিশ্ব কাপ জিতেছে। সব ফরম্যাটেই ওরা এখন তুখোড় দল। বাংলাদেশ চার বার ওডিআই ম্যাচ জিতেছে ওদের বিরুদ্ধে। ২০১১ আর ২০১৫ বিশ্বকাপেও জিতেছে ওদের বিরুদ্ধে। আর মীরপুর শেরে বাংলা স্টেডিয়াম বাংলাদেশের পয়মন্ত মাঠ। নিজেদের সেরাটা দিতে পারলে জয় করা অসম্ভব না।
তামিম , সাকিব , মুশফিক ,মাহমুদুল্লাহকে সামনে থেকে লড়তে হবে. আশা আছে আজ ভালো খেলবে লিটন ,আফিফ। শান্ত নিজের খেলাটা খেলে দিলেই হলো। ২৫০ রান নিশানা নিয়ে ব্যাটিং করে +- ১০ হলেও আপত্তি নেই। বাংলাদেশের বোলিং ফিল্ডিং তুখোড় হলে জয় আসবে। উইকেট প্রথম ম্যাচের মতো হলে অসুবিধা নেই।
বাংলাদেশ আজ মুস্তাফিজের স্থানে এবাদত খেলাবে কিনা ভেবে দেখতে পারে। আমি ৪ নম্বরে সাকিবকে খেলানো ভালো মনে করি।বাংলাদেশকে মিডিল ওভারগুলোতে আদিল রাশিদ আর মঈন আলীকে উইকেট দেয়া চলবে না। গত ম্যাচে খুব বেশি ডট বল হয়েছে। চার ছক্কা না হয় হলো না। সিঙ্গেলস নিতে হবে।আজ নিজেদের উজাড় করে দিতে হবে. হেরে গেলে সিরিজ পরাজয় এমনকি ধবল ধোলাইয়ের মুখে পর্বে বাংলাদেশ। করো না হয় মরো মিশনে আজ বাংলাদেশ। আরেক ফাল্গুনে বাংলাদেশ আজ জ্বলে উঠুক।