নিজস্ব প্রতিবেদক ।।
জুম্মার খুতবা শুনে প্রায় শুক্রবার অনেক বেশি কান্নাকাটি করি কারন আমি গুনাহগার আল্লাহ তা আলার গোলাম। মাফ করার মালিক একমাত্র আললাহ্ তা আলা। যদি মাফ না পাই তো পরকালের জীবন স্হায়ী ভাবে ধ্বংস যেটা চিরস্থায়ী জীবন আর ফেরার কোনো সুযোগ নেই। ইহকাল তো খেল তামাশা ছাড়া আর কিছুই না।ইহকাল সবারই কেটে যাবে কেউ বা খুব বেশি কষ্টের আর কেউ বা রাজকীয় ভাবে।কেউ বা কলুর বলদ এর চেয়েও বেশি কষ্ট করে কিন্তু পরকালে আমরা কে কেমন থাকবো আললাহ্ তা আলাই ভালো জানেন।
আমরা শুধুই আনুমানিক ভাবে বলতে পারি ধরেন আপনি যদি মরনের পর আপনার পুরো জীবন কাহিনি সিনেমার আকারে সবার সামনে দেখানো হয় আর আপনি লজ্জিত না হোন তাহলে ১০০% আপনি জান্নাতুল ফেরদৌসের মেহমান। আর যদি সেই সময়ের কথা ভেবে এখন থেকেই কান্নাকাটি করে আল্লাহ তা আলার কাছ থেকে মাফ পেয়ে যান তো আপনিও ইনশাআল্লাহ জান্নাতি সুবাস পাওয়ার আশা করতে পারেন।আর যদি এই দুনিয়া আপনার সব কিছু হয়।
পরকাল নিয়ে ভাবনার সময় আপনার না থাকে তাহলে কি হবে আপনার?? সেটাও আললাহ্ তা আলা ভালোই জানেন???আমি যখনই আললাহ্ তা আলা র কঠোর শাস্তির কথা মনে পড়ে তখনই অনেক বেশি কান্না করি। আল্লাহ তা আলা আমাদের সবাই কে মাফ করুন।