সালেক সুফী।।
আমাদের প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায় ডেভেন্টারে অনেক স্মৃতিময় সময় কেটেছে। হোস্ট মারিয়া টুইট আমাদের ছেলের মত আদর করতো। প্রশিক্ষকরা ছিল অমায়িক। আমাদের যেকোনো ভাবে অবস্থান আরামদায়ক করে সারাক্ষন ছিল উৎগ্রীব। আমার সদ্যোজাত ছেলেকে দেখার জন্য মন উদগ্রীব থাকতো। মায়ের কাছে সুযোগ পেলেই চিঠি লিখতাম। রোজির সাথেও পত্র যোগাযোগ হতো। সন্ধ্যায় মারিয়া ওর রেসুরেন্টে রাতের খাবারের সময় ডাচ তরুণীদের আমন্ত্রণ জানাতো আমাদের কাছ থেকে ইংরেজি শেখার জন্য। আমরা ওদের সঙ্গে ভাষা বিনিময় উপভোগ করতাম।
সবাই জানেন হল্যান্ড টিউলিপের দেশ, উইন্ডমিল এবং ডেল্টা ওয়ার্কসের দেশ। নেদারল্যান্ড কথার অর্থ নেভার ল্যান্ড। দেশটির অধিকাংশ এলাকা সাগর থেকে রেক্লেইম বা উদ্ধার করা কথিত আছে। ডাচ জলদস্যুরা জাহাজ ধরে এনে ভেঙে ফেলতো। আর সেই ধ্বংস স্তুপের উপর গড়ে উঠেছে শিফল আন্তর্জাতিক বিমান বন্দর। আমাদের সৌভাগ্য আমাদের অবস্থানা সময়ে হল্যান্ডের পথে প্রান্তরে বর্ণালী টিউলিপ ফুলে সুশোভিত হয়ে উঠে।মনে আছে আমরা ডাচ সুন্দরীদের সাথে নিয়ে টিউলিপ প্রদর্শনীতে মধুর সময় কাটিয়েছিলাম। এই সময়ে ডাচ ছেলে মেয়েরা ইংরেজি শিখতে আগ্রহী ছিল। আমাদের হোস্ট মারিয়া ওদের সঙ্গে আমাদের সুযোগ ঘটিয়ে দিয়েছিলো। আমাদের একদিন উইন্ড মিল দেখাতে নেয়া হলো। বিশাল উইন্ডমিল বিদ্যুৎ উৎপাদন কাজেও ব্যবহার হতো।আমাদের সফরকালে হল্যান্ডের ঐতিহ্য কাঠের খড়ম উপহার দেয়া হয়েছিল। আমাদের ডেল্টা ওয়ার্কস দেখানো হয়েছিল। আগেই লিখেছি দেশটি সাগর সমতল থেকে ২ মিটার নিচে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডেল্টা তৈরী করে দেশটিকে ভাসিয়ে রাখা হয়েছে। বাংলাদেশ ক্ষেত্র বিশেষে ওদের সাহায্য নিয়েছে।২১০০ ডেল্টা প্লান ডাচ প্রযুক্তি ব্যবহার হবে বলে শুনেছি।
ডেভেন্টার ভেগ গ্যাস ইনস্টিটিউটে আমাদের গ্যাস বিতরণ নেটওয়ার্ক ডিজাইন, উপকরণ ব্যবহার , নির্মাণ কৌশল, ডিজিটাল ম্যাপিং , আর্ক্ জিআইএস শেখানো হয়েছিল। হল্যান্ড সহ পশ্চিম ইউরোপ সেই ১৯৮০ দশক থেকেই বিতরণ সিস্টেমে স্টিল পাইপ ব্যবহার না করে MDPE বা HDPE পাইপ ব্যবহার শুরু হয়। ব্যাবহারে ওয়েল্ডিং না করে fusion করে জোড়া দেয়া হয়। এই পাইপ ব্যবহার করলে coating and wrapping প্রয়োজন হয় না। cathodic protection বাড়তি ঝামেলা থাকে না। উপরন্তু অবৈধ গ্যাস ব্যবহারের সুযোগ সীমিত হয়।
আমাদের fusion কৌশল হাতে কলমে শিক্ষা দেয়া হয়েছিল। আমরা কয়েকজন সহজেই শিখে নিয়ে সনদ পেয়েছিলাম। একদিন আমরা জার্মান বর্ডারের অভ্যন্তরে টুইস্ট নামক স্থানে পলিইথিলিন পাইপ তৈরির কারখানা Wavin পরিদর্শন করি। দেশে ফিরে আমাদের সুপারিশে চট্টগ্রাম বিশ্ববিদ্দালয় এবং চট্টগ্রাম সিজিএস গ্যাস বিতরণ কাজে সফলভাবে MDPE পাইপ ব্যবহার করা হয়।
আমাদের প্রশিক্ষণের একপর্যায়ে আমাদের Hague এবং Rotterdam সফর করানো হয়। দুই শহরের দর্শনীয় স্থান সমূহ দেখা হয়। Rotterdam সাগর পারে crude oil Refinery এবং LNG storage tanks দেখতে পাই। বাংলাদেশে একই ভাবে মহেষখালীতে অন্তত একটি Refinery এবং বেশ কিছু storage tank স্থাপন করা অত্যাবশ্যক বলে মনে করি। Rotterdam সাগরে ভাসমান তরীতে আমাদের আপ্পায়ন করেছিল A Hak নামের একটি পাইপ লাইন নির্মাতা ঠিকাদার। আমাদের সাথে NACAP যোগাযোগ হয়েছিল। আমরা ওদের কার্যালয় পরিদর্শন করেছিলাম।
এর বাইরে মারিয়া আমাদের মৎস্যজীবীদের ঐতিহাসিক শহর volendam পরিদর্শনে নিয়েছিল। আমরা সেখানে ওদের ঐতিহ্যের পোশাক পরে ছবি তুলেছিলাম। আমাদের সঙ্গে কয়েকজন ডাচ সুন্দরী ছিল।সন্ধ্যায় আমরা বোটে চড়ে আমস্টারডাম খাল গুলোতে ভাসতে ভাসতে মাঝ রাতে প্রখ্যাত নাইট ক্লাবে পার্টিতে যোগদান করেছিলাম।
এরপর আসলো পচিম ইউরোপ পরিদর্শনের পালা। আমরা বেলজিয়াম , ফ্রান্স , সুইজারল্যান্ড ,জার্মানি সফর করেছিলাম। কখনো না ভোলা সেই স্মৃতি রোমন্থন করবো পরের পর্বে।
চলবে।