নিজস্ব প্রতিবেদক ||
তিন কলেজের (ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ) ত্রিমুখী সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে এক দিন আগেই তিন দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
রোববার (৫ মার্চ) বিকেলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও বলা হয়, ৮ মার্চ ছাড়া বাকি দুই দিন কলেজের অফিস ও বিভাগ খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। তবে ঢাকা কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।
এর আগে, ২ মার্চ আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করে। পরে একই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে নামফলক খুলে নিয়ে যায়। পুরনো সেই ঘটনার জেরে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীকে মারধরও করে। এরপর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ত্রিমুখী সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। তাদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন- মো. তাহসিন (১৮), মো. বাইজিদ (১৮) ও মইনুল ইসলাম (১৮)। তারা সবাই ঢাকা কলেজ শিক্ষার্থী।
এ ব্যাপারে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ রাইজিংবিডিকে বলেন, আগামী ৭ ও ৮ তারিখ সরকারি ছুটি। আর ৬ মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের বিষয়ে বৈঠক হবে। এর জন্য কলেজ বন্ধ রাখা হয়েছে।