সালেক সুফী।।
বাংলার মেয়েরা সাফ ফুটবল জয় করে ফেরার পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই পুরুস্কারের বন্যায় ভাসিয়ে দিলো। বিএফএফ কর্তারা কথায় আচরণে এমন ভাব দেখালো যেন সব কৃতিত্ব যেন ওদের। এখন শুনছি বাংলার বাঘিনী মেয়ে ফুটবলাররা শুনছি বিএফএফের অর্থের অভাবে অলিম্পিক নির্বাচনী খেলতে যাবে না। দেশটা দেউলিয়া হয়ে যায় নি।
কথায় কথায় শুনি উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ।তাহলে কেন মেয়েদের তথা দেশকে বঞ্চিত করা হবে? কোথায় গেলো সবার সেই উৎসাহ উদ্দীপনা ? বেক্সিমকো, সামিট গ্রুপ, বসুন্ধরা যে কোনো একটি গ্রুপ পারে ওদের পৃষ্টপোষকতা করতে।
এযাবৎ বাংলাদেশের এই সাফ জয়ী মেয়ে দল বাংলাদেশের কোনো ফুটবল দলকে আন্তর্জাতিক পর্যায়ে এতো দাপুটে ফুটবল খেলতে দেখিনি। আমি অবিলম্বে প্রধানমন্ত্রীকে বিশেষ ব্যাবস্থায় ওদের অলিম্পিক বাছাই খেলার অনুদান প্রদান করার আদেশ দেয়ার অনুরোধ করছি। একই সঙ্গে বাফুফের বার্থ কর্মকর্তাদের অপসারণ দাবি করছি।