চার বছরের সন্তান লাবিব হাসানকে নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে ঘুরতে এসেছেন আবদুল্লাহ আল মামুন ও আয়েশা সিদ্দিকা দম্পতি। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মিরপুর ১২ নম্বর এলাকা থেকে রিকশায় করে আসেন তাঁরা। রিকশা থেকে নেমে হাস্যোজ্জ্বল মুখে এই প্রতিবেদককে মামুন বললেন, ‘ঈদের দিন তো, রাস্তা ফাঁকা। যানজট নেই। অল্প সময়ে চলে এসেছি।’

পবিত্র ঈদুল ফিতরের দিনে ঢাকার রাস্তাঘাট সাধারণত ফাঁকাই থাকে। এই দিনে যাঁরাই স্বজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন, তাঁদের খুব একটা বেগ পেতে হয়নি। বছরে দুটি ঈদের দিন ও ঈদের পরের কয়েক দিন ব্যস্ত এই নগরীর সড়কগুলোতে অনেকটা স্বস্তি নিয়ে চলাচল করা যায়। আজও এর ব্যতিক্রম হয়নি।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20
One thought on “ঢাকায় স্বস্তিতে ঘুরোঘুরি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)

Facebook20
YouTube20
Instagram20
20