ডাঃকামরুল আহসান তানিম।।
ডাক্তারের জীবন –আমি খুবই ছোটো মাপের ডাক্তার তারপরও সেই সকাল থেকে উঠে দৌড় রাত ১২ টা অবধি। এটা কি কোনো ডাক্তার এর জীবন?? নাকি,মানুষের জীবন??? সকালে ঘুম থেকে উঠে দৌড়, আলখারচর চক্ষু হাসপাতালে,এরই মাঝে EMCH এ যাওয়া পড়ে।প্রচন্ড রোগীর চাপ সকালে প্রতিটা ডাক্তার এর ৮০০ রোগী দেখা বলা সহজ কিন্তু manage করা Very much pressure FOR every doctor of BICO and Eye hospital, Cumilla র জন্য।
OPD চলাকালীন সময়ে ১০০রোগীর লেন্স অপারেশন -ফ্যাকো ও SICS operation..বিকালে আবার রোগী দেখা + Minor O.T শেষ করতে করতে বিকাল বিকালে চেম্বারে রোগী,শেষ করে আবারও অপারেশন থিয়েটারে।বাসায় ঢুকতে ঢুকতে রাতের ১০/১১/১২ টা।
।সাত দিনই একই Roster এ চলে আমার জীবন।। আমার থেকে অনেক বেশি Busy and বড়ো মাপের ডাক্তার এর তাহলে কি অবস্থা কেউ কি একবারও অনুধাবন করতে পারছেন??? তারপরও যতো দোষ ডাক্তারের।ডাক্তার কসাই, খারাপ ব্যবহার করে??? আমরা কোথাও কি ভালো ব্যবহার পেয়েছি ডাক্তার বাদে অন্য পেশায়???
এভাবে ডাক্তাররা একেকজন একেকটা মেশিনে পরিনত হয়ে যায়। আর কিছুই না।। Ultimately result -0..সন্তান ও বউ থাকে বেজায় অখুশি।। পরের কারনে স্বার্থ দিয়ে বলি এ জীবন মন সকলি দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও৷ আমার এই অবস্থা।।