নিজস্ব প্রতিবেদক ।।
গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকার একটি টুপি তৈরির কারখানায় লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। গতকাল রোববার (৭ মে) দিবাগত রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এরআগে, একই দিন রাত ৯ টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
সাতাইশ এলাকার ওই টুপি তৈরির কারখানাটিতে গতকাল দুপুর থেকেই বেতন-ভাতার দাবিতে আন্দোলন করছিলেন শ্রমিকরা বলে জানা গেছে।
এলাকাবাসী ও কারখানা শ্রমিকরা জানায়, জি জে ক্যাপ চায়না নামের কারখানায় ৩ মাসের বকেয়া বেতনের জন্য গতকাল সকাল থেকেই থমথমে অবস্থা চলছিল। এরই মধ্যে রাত ৯ টার দিকে কারখানার ৫ তলায় আগুন লাগে। এসময় সেখানে কিছু শ্রমিক কাজ করছিলেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানাটির মানবসম্পদ ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান জানান, রাত সাড়ে ৮ টার দিকে কয়েকজন শ্রমিকদের নিয়ে মিটিং করছিলাম। হঠাৎ আগুন লেগেছে বলে জানতে পারি। তবে কিভাবে যে আগুন লাগলো সেটি তদন্ত করা হচ্ছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে । আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্তের পর বলা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ।