চ্যানেল আই রিয়েলিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু আদর আজাদের। এরপর নাটক, টেলিছবির অধ্যায় শেষ করে নাম লেখান বড় পর্দায়। এরই মধ্যে কয়েকটি সিনেমা মুক্তিও পেয়েছে। বেশির ভাগ সিনেমার প্রযোজকও এই নায়ক। এবার ঈদে তিনি ‘লিপস্টিক’ নামে একটি সিনেমা নিয়ে আসার ঘোষণা দেন। তাঁর ধারণা ছিল, প্রেক্ষাগৃহপ্রাপ্তির দিক দিয়ে ২ নম্বর অবস্থান হবে ‘লিপস্টিক’ ছবির। ঢালিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা শাকিব খানের পরের অবস্থান হবে তাঁর। কিন্তু তাঁর সে আশায় গুড়ে বালি। মায়ের জমানো টাকায় ছবি বানানো এই নায়ক প্রত্যাশিত প্রেক্ষাগৃহ না পেয়ে কাঁদলেন। জানালেন ভবিষ্যৎ আশঙ্কার কথাও।

এবারের ঈদুল ফিতরে একসঙ্গে ডজনখানেক ছবি মুক্তি পাচ্ছে। বছরের অন্য সময়ে ছবি মুক্তির সংখ্যা আশঙ্কাজনকভাবে কম থাকলেও এই সময়ে যেন বেশির ভাগ প্রযোজক–পরিচালক ছবি মুক্তি দিতে তোড়জোড় করেন। এরই পরিপ্রেক্ষিতে এবারের ঈদে এত ছবি মুক্তি পাচ্ছে। এক ঈদে এত ছবি মুক্তির বিষয়টি মোটেও ভালো চোখে দেখছেন না বেশির ভাগ সিনেমা হলের মালিক। তাঁদের বেশির ভাগের মতে, এই সময়ে পাঁচটি ছবি মুক্তি পেলেও ঠিক হতো। কিন্তু এত ছবি মুক্তি দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত।