নির্যাতিত গাজাবাসীর জন্য বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বুধবার পাকিস্তানজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। একই সঙ্গে কাশ্মীরের নির্যাতিত মুসলিমদের কথা স্মরণ করে দোয়া করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এসব স্থানে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করেন জারদারি। গত কমপক্ষে ৬ মাস ধরে গাজায় যে রক্তের হোলিখেলা খেলছে ইসরাইল, তাতে কমপক্ষে ৩৩,৩৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কত হাজার মানুষ চাপা পড়ে আছেন, তার কোনো হিসাব নেই। এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চরম নাটকীয়তা চলছে। ইসরাইল যুদ্ধবিরতির যে শর্ত দিয়েছে তা নিয়ে পর্যালোচনা করছে হামাস। অন্যদিকে হামাস বলেছে, তাদের স্বাধীনতা যোদ্ধাদের যেসব দাবি, তা পূরণ করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল। এদিন ঈদের শুভেচ্ছা বার্তায় যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেছেন পাকিস্তানের শীর্ষনেতৃত্ব। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন গাজায় অবিলম্বে শান্তি নিশ্চিত করতে এবং ফিলিস্তিনিদের সহায়তার পথ প্রশস্ত করতে।
misoprostol online trusted pharmacy I was DEVASTATED when I was told I had to re do PRK almost 8 month later due to blurry vision amoung other things like dry eye and light sensitivity