দৈনিক ঢাকা নিউজ ডেস্ক।।
রাজধানীর পুরান ঢাকার নবাবপুরের সুরিটোলায় লুৎফর রহমান লেনের আইয়ুব ভবনে লাগা আগুন গ্যাস লাইন বা সিলিন্ডার লিকেজ থেকে সূত্রপাত কিনা বিষয়টি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশন্স অ্যান্ড মেনটেনেন্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,আগুন নেভানোর পর ঘটনাস্থলে আমরা গ্যাস লাইন এবং গ্যাস সিলিন্ডারের অস্তিত্ব পেয়েছি। তবে গ্যাস লাইনের লিকেজ অথবা সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত কিনা তা তদন্ত করে স্পষ্টভাবে জানানো যাবে। যেখানে আগুন লেগেছে সেখানে ছিল গোডাউন এবং গোডাউনের কর্মচারীদের থাকার মেস। আগুনের কারণে ২০টি গোডাউন পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুন লাগার স্থানে পৌঁছাতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। এছাড়া আগুন নেভাতে গিয়ে উৎসুক জনতার কারণে কাজ কিছুটা ব্যাহত হয়।
তিনি বলেন, নিয়ন্ত্রণ কক্ষে বৃহস্পতিবার ১৩ এপ্রিল রাত ১০টা ৮ মিনিটে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ১০টা ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে যোগ দেয় আরও চারটি ইউনিট। মোট ১৪টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যাবে বলেও মন্তব্য করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করে বলে জানায় আইএসপিআর। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ২২ মিনিটের দিকে আইএসপিআরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
black internet [url=https://mydarkmarket.com/ ]dark web drug marketplace [/url] dark markets
deep web drug url [url=https://mydarknetmarketlinks.com/ ]tor darknet [/url] onion market
darkmarket list [url=https://mydarknetmarketlinks.com/ ]deep web drug markets [/url] darknet market links