আপনাকে আমি সাবধান করে দিতে চাই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনোদিন কোনো কথা বলেন, আপনার জিহ্বা থাকবে না। সকল মানুষকে নিয়েই আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আপনি ভালো হয়ে যান।’ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল সখীপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদের সামনে এক প্রতিবাদ সভায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়কে এ হুমকি দেন জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু। তিনি আরও বলেন, অনুপম শাহজাহান জয় সুসংগঠিত আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার পাঁয়তারা করছেন। তাকে প্রতিহত করা হবে। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের। হুমকির বিষয়ে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার গুণ্ডাবাহিনী নিয়ে এ সভার আয়োজন করেছে।
এটা শিষ্টাচার বহির্ভূত। আমি চাই রাজনীতিবিদরা রাজনীতির ভাষায় কথা বলুক। জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু বলেন, বক্তব্য দিতে গিয়ে কথাটি বলে ফেলেছি। এমন বক্তব্য দেওয়া উচিত হয়নি। যাদবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বসির আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক, উপদপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম আতিকুর রহমান, সদস্য আসাদুজ্জামান লিটন প্রমুখ। উল্লেখ্য, গত ২৫শে এপ্রিল যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়। এ সময় মানববন্ধনে হামলা করা হয়। এতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।