ঘুমিয়ে আছে শিশুর পিতা সকল শিশুর অন্তরে—এটা আমি যখন মুখস্থ করেছিলাম,তখন কিছুই বুঝতে পারেনি।কিন্তু এখন পানির মতো পরিষ্কার।।। আমরা ৪৭ জন ফুফাতো ভাই ও বোন যখন শিশু ছিলাম,, তখন আমরা বিশেষ করে আমি এক সময় বাবা হবো,,কল্পনাতেও ভাবিনি।।আমাকে শৈশব বা কৈশোরে যখন আমার বিয়ের কথা বলতো,,তখন আমি চোখ ও মুখ লাল হয়ে যেতো।। নিমরাজি বলতাম।।আজ ৪৭ জনের অনেকেই পরকালে চলে গিয়েছে।।। কে কখন চলে যাবো?? আমরা কেউ জানিনা।।তাই সবার কাছে বিশেষ ভাবে অনুরোধ পরকালে যাওয়ার পূর্বে একবার পবিত্র কুরআন মজিদ বাংলা অর্থ বুঝে পড়ার জন্য।। ইনশাআল্লাহ শুরু করলে শেষ হয়ে যাবে।।আর পরকালের শান্তিই সারা জীবন এ-র শান্তি।। দুনিয়ার শান্তি আপেক্ষিক ও খুব বেশি অল্প সময়ের।। আমরা কেউ ডাক্তার,ইন্জিনিয়ার,,বিদেশে ভালো পজিশনে আছি। কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন এর কে কি হবে আমরা কি জানি??? আমরা কে কি হবো এটাও কি জানতাম???? দুটো শিশু জেনারেশন এর কার্যক্রম নিজের চোখে দেখা।। আমরা কতো আপন ছিলাম,, কতো খেলাধুলা, আড্ডা, গান করা,তাস খেলা,মনোপলি খেলা কতো আড্ডা ভাষায় বুঝাতে পারবোনা।। আমাদের পরবর্তী জেনারেশন এ ডাক্তার রাফি বিশাল বড়ো মাপের অর্থোপেডিক সার্জন,,ও Orthopedic জগতে এক নামে সবাই চিনে তার কাজের পারফরমেন্স হিসেবে।। তারপর রুপান্তি দেখতে দেখতে ডাক্তার হয়ে যাবে??? দুই জেনারেশন পার করে তৃতীয় জেনারেশন এ অনেকেই বড়ো হয়ে গিয়েছে যাদের বিষয়ে আমি কিছুই জানিনা,,,তৃতীয় জেনারেশন কে কি হবে একমাত্র আল্লাহ তায়ালা জানেন।ঐ যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সকল শিশুর অন্তরে।।আমরা তৃতীয় জেনারেশন এ-র কারও জীবন এ-র সফলতা বা কাজের পরিধি দেখে যেতেও পারি আবার নাও পারি????? আমাদের শৈশব টা GOLDEN Time ছিলো ১০০% নিশ্চিত ভাবে বলতে পারি,আর এখনকার শৈশব মোবাইলে সীমাবদ্ধ।। তৃতীয় জেনারেশন এ-র শৈশব কেমন হবে একমাত্র আল্লাহ তায়ালা ই ভালো জানেন আমি শুধু বলবো যায় দিন ভালো যায়!!! ভবিষ্যত দিন দিন অন্ধকার????? এর মধ্যেই কেউ ভালো থাকবে?? কেউ বা খারাপ??? এতো টুকুই তো জীবন।।।। আজকের শিশু,, আগামী দিনের পিতা??? তাই সে যদি কিছু না শিখে??? ওর সন্তানরা কি শিখবে?????
সুত্র — ডাক্তার এ,কে,এম,কামরুল আহসান ( তানিম). কনসালটেন্ট — কুমিল্লা চক্ষু হাসপাতাল।,আলেখারচর