১৬ ই ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতিটি জনগনকে আমার উজার ভালোবাসা।দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে,কথাটা সত্যি হলেও শুনতে খারাপ লাগে কিন্তু উন্নয়ন এর বন্যায় ভেসে যাবে অন্যায়।তা কিন্তু হয়না?সামান্য বিগবাজার শপিং মলে ঢুকতে অন্যায় ভাবে প্রবেশপথ দিয়ে না ঢুকে বাহির পথ দিয়ে ঢুকি।।নিশ্চয়ই আমি অন্যায় কাজ করেছি।কাজটা আমার করা ঠিক হয়নি তবুও করে ফেলেছি,,কেননো শয়তান আমাদের রক্তের মধ্যে ঢুকার অনুমতি পেয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে।
পবিত্র কুরআন মজিদ এ আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলেন,,শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।।শয়তান আমাকে, আপনাকে,আমাদেরকে সামনে,পিছনে,ডানে,বামে,উপরো, নীচে এমন কোনো জায়গা নেই যে আমাদের কে আক্রমণ করার জন্য পথ সব সময়ই শয়তান এর জন্য খোলা। সুতরাং আমি ভালো এমন ভাবার কোনো সুযোগ নেই!
পবিত্র কোরআন মজিদ এ আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলেন তোমরা শয়তান এর পদাংক অনুসরন করোনা।দাড়ি রাখা সুন্নত,, বাধ্যতামুলক নয়।শয়তান চায় মুসলমান ছাড়া বাকি সবাই দাড়ি রাখুক ফলে রবীন্দ্রনাথের দাড়ি ছিলো কিন্তু কাজি নজরুল ইসলাম এর ছিলোনা?এভাবে হাজারো উদাহরণ দেওয়া যাবে।মেছওয়াক সুন্নত কিন্তু ৯৯% মানুষ মেছওয়াক করেনা?আমিও করিনা? আমি আজ থেকে শুরু করবো?