সালেক সুফী।।
দেখতে দেখতে র্পবিত্র রমজান মাসের ৭ টি দিন কেটে গেলো। নাতি নাতনিদের নিয়ে আল্লাহ ভালো রেখেছেন। এবাদত ,লেখালিখি নিয়ে সময় কাটছে। বাংলাদেশের ক্রিকেট সাফল্যে ভালো লাগছে। ফুটবল ব্যার্থতায় কষ্ট পাচ্ছি। আমার মোহামেডান ক্রিকেটে তলিয়ে যাচ্ছে।
বাংলাদেশের আজ ৬ রমজান। শুনেছি বিদ্যুৎ সরবরাহ ভালো মতোই সামাল দেয়া যাচ্ছে।রান্নার গ্যাস সরবরাহে কিছু সংকট। তবে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির সিদ্ধান্তে কিছুটা স্বস্তি। দ্রব্য মূল্যের লাগামছাড়া বৃদ্ধি কিছুটা সামাল দেয়া হয়েছে শুনছি। অস্ট্রেলিয়ায় মূল্য বৃদ্ধি লক্ষণীয়।
শুনেছি আবহাওয়া ভালো যাচ্ছে বাংলাদেশে। গরম বাড়লে চ্যালেঞ্জ বাড়বে। সরকারকে দ্রুত এলপিজি সরবরাহ সম্প্রসারণ করতে হবে ,রুফ টপ সোলার প্রণোদনা দিতে হবে।গ্রীস্মকাল পার করতে হবে বিভিন্ন খাতে বিদ্যুৎ জ্বালানি সাশ্রয় করে। ভালো থাকুক বাংলাদেশ।