সালেক সুফী।।
দেশের মাটিতে সাম্প্রতিক সাফল্যে উৎফুল্ল বিসিবি নির্বাচকরা আয়ারল্যান্ডে আসন্ন ফিরতি সফরের জন্য ঘোষিত দলে মাহমুদুল্লাহ রিয়াদ ,আফিফা হোসেনকে উপেক্ষা করেছে। বারবার বার্থ হওয়ার পরেও ঠাঁই দেয়া হয়েছে ইয়াসির আলীকে। নেয়া হয় নি কোনো লেগ স্পিনার। খেলাগুলো যেহেতু হবে ইংল্যান্ডে চেনা পরিবেশে আইরিশ দল কিন্তু ঘুরে দাঁড়াবে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং আফিফ হোসাইন ধ্রুব কিন্তু যথাক্রমে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনীর ক্রীড়াচক্রের হয়ে দেশীয় ক্রিকেটে রানে আছে.আয়ারল্যান্ডে কিন্তু বাগলাদেশ দলকে বিপদে পড়তে হতে পারে। আহত হয়ে বিশ্রাম রত তাসকিনের স্থানে সাতক্ষীরার উদীয়মান তরুণ বোলার মৃত্যঞ্জয় চৌধুরীর অন্তর্ভুক্তি ঠিক আছে।
বাংলাদেশ দল :
তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
ঘোষিত দলে ৬ জন বলার ,২ জন অলরাউন্ডার এবং ৭ জন ব্যাটসম্যান আছে. ইংল্যান্ডে শীতের শুরুতে বল সুইং করবে। সেখানে বদলে যাওয়া বাংলাদেশ দলের একই ধরণের ব্যাটিং কাজে নাও লাগতে পারে। আমি নিশ্চিত নই সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের মত প্রমাণিত সফল ব্যাটসম্যানকে উপেক্ষা করা ঠিক হলো কিনা। টপ অর্ডার বাটিংএ বার্থ হলে ভুগবে বাংলাদেশ। সফরের শেষ দিনে তৃতীয় টি ২০ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে এবং টেস্ট ম্যাচে লড়াই করে আয়ারল্যান্ড কিন্তু বাংলাদেশ দলের দুর্বলতা ভালোমতো বুঝে নিয়েছে।
তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিতে কিন্তু আয়ারল্যান্ড মরিয়া থাকবে। আমার মনে আছে ২০১৯ বিশ্বকাপের প্রাক্কালে তিনজাতি টুর্নামেন্টে সাকিব -রিয়াদের বিশাল জুটি বাংলাদেশকে জিতিয়েছিলো। জানিনা আয়ারল্যান্ড সিরিজে বাদ দেয়ার পর কেন এখনো সক্রিয় সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদকে উপেক্ষা করা হলো।
আফিফের ক্ষেত্রেও উপেক্ষিত হয় ভালো লাগেনি। হাতুরাসিংহে আসলেই সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে দুরুত্ব সৃষ্টি হয়। হয়তো কিছু সাফল্যের কারণে বাংলাদেশ দলের চিরায়ত দুর্বলতা সাময়িক ভাবে ঢাকা পরে আছে। বিলেতি আবহাওয়ায় দলে মুশফিক এবং শাকিব ছাড়া বলতে পারেন অনিশ্চিত ফর্মে থাকা তামিম , এখনো দেশের বাইরে নিজেদের প্রমান করার মিশনে থাকা লিটন ,শান্ত ছাড়া কেউ নেই. নবীন তাওহীদ হৃদয় এবং ইয়াসির আলীকে নিয়ে বড় ভরসা করা ঠিক হবে না। কিছু দিন পরেই এশিয়া কাপ। আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদকে উপেক্ষা কোয়ার মূল্য দিতে হবে বাংলাদেশ দলকে।