পেরুর সরকারি কর্মকর্তারা দাবি করেছেন সেখানে আন্দিয়ান পাহাড়ি এলাকায় বসবাস করেন মারসেলিনো আবাদ। তার বয়স এখন ১২৪ বছর। তিনি জন্মেছেন ১৯০০ সালে। যদি তাদের এই দাবি সত্য হয় তাহলে মারসেলিনো আবাদ হবেন বিশ্বের সবচেয়ে বয়সী পুরুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
সরকারি কর্মকর্তাদের এই দাবি সত্য হলে পেরুর মধ্যাঞ্চল হুয়ানুকো এলাকার বাসিন্দা আবাদ হবেন এখন জীবিত সবচেয়ে বেশি বয়সী মানুষ। সরকারের তরফে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হায়ানুকো এলাকাটি ফুলে ফুলে ভরা। প্রাকৃতিক নির্মল সবুজ চারদিকে। তার মধ্যে বড় হয়েছেন মারসেলিনো আবাদ টোলেন্টিনো। তাকে অনেকে মাশিকো নামেও ডাকেন। তিনি সেখানে সুস্থ ও শান্তির এক জীবন অতিবাহিত করছেন।